মঙ্গলবার ১ জুলাই ২০২৫
১৭ আষাঢ় ১৪৩২
মহাকাশে রকেট পাঠাল ইরান
প্রকাশ: বৃহস্পতিবার, ৩০ ডিসেম্বর, ২০২১, ৮:৩৬ পিএম |

মহাকাশে রকেট পাঠাল ইরানমহাকাশে রকেট পাঠিয়েছে ইরান। আল জাজিরার খবরে বলা হয়েছে, স্যাটেলাইট বহনকারী এই রকেটের মাধ্যমে ইরান মহাকাশে তিনটি গবেষণা যন্ত্র পাঠানোর কথা জানিয়েছে।

ইরান মহাকাশে এমন এক সময় রকেট পাঠাল যখন পরমাণু চুক্তি-২০১৫ তে ফেরা নিয়ে বিশ্বের পাঁচ শক্তিধর দেশের সঙ্গে অস্ট্রিয়ার রাজধানী ভিয়েনায় তাদের অষ্টম দফার সংলাপ চলছে।

আল জাজিরার খবর অনুসারে, ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যম মহাকাশে রকেট পাঠানোর খবর  প্রচার করলেও কখন এই রকেট পাঠানো হয়েছে এবং রকেটে কি যন্ত্র আছে সেটি প্রকাশ করেনি। পৃথিবীর কক্ষপথে ইরানের কোনো যন্ত্র প্রবেশ করেছে কিনা সেটাও স্পষ্ট নয়।

এর আগেও মহাকাশে রকেট পাঠিয়েছিল ইরান। যুক্তরাষ্ট্র সেই রকেট পাঠানোর নিন্দা জানিয়েছিল। 

রকেট পাঠানোর বিষয়ে ইরানের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র আহমাদ হোসেইনি বলেন, ফনিক্স রকেটে তারা ৪৭০ কিলোমিটার উচ্চতায় ডিভাইস (যন্ত্র) পাঠিয়েছেন। এর থেকে বেশি তথ্য তিনি জানাননি। 

ইরানের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের এই কর্মকর্তা আরও বলেন, মহাকাশকেন্দ্র এবং রকেটের  কার্যকারীতা যথাযথ ছিল। মহাকাশে রকেট পাঠানোকে তিনি তেহরানের ‘প্রারম্ভিক’ পদক্ষেপ হিসেবে উল্লেখ করেছেন। এর অর্থ হলো- ইরান মহাকাশে আরও রকেট পাঠাবে। 

ইরানের রাষ্ট্রীয় টেলিভিশনের খবরে রকেট উৎক্ষেপণের যে ফুটেজ প্রচার করা হয়েছে তাতে দেখা গেছে, দেশটির ইমাম খোমেনি মহাকাশ কেন্দ্র থেকে রকেট উৎক্ষেপণ করা হচ্ছে। পার্শ্ববর্তী মরুভূমিতে দেশটির রাষ্ট্রীয় টেলিভিশনের একজন সাংবাদিক রকেট উৎক্ষেপণকে ইরানের বিজ্ঞানীদের  আরেকটি অর্জন বলে প্রশংসা করেন। 












সর্বশেষ সংবাদ
চৌদ্দগ্রামে সুস্থ পাঠক সুস্থ সমাজ শীর্ষক হেলথ ক্যাম্প অনুষ্ঠিত
দেবীদ্বারে সড়ক দূর্ঘটনায় কলেজ ছাত্রের মৃত্যু
অভিশপ্ত সেই রাত ভুলে যেতে চান স্মিথ
পাশের হার-জিপিএ ৫ বেড়েছে কুমিল্লায়
জিপিএ-৫ এ কুমিল্লা বোর্ডের সেরা ২০ স্কুল
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
জিপিএ-৫ এ কুমিল্লা বোর্ডের সেরা ২০ স্কুল
ব্রাহ্মণপাড়ায় পানিতে ডুবে শিশুর মৃত্যু
কাউকে হয়রানী করলে ছাড় পাবেন না: এমপি বাহার
সপ্তম ধাপে দেবিদ্বার-বুড়িচংয়ে ইউপি নির্বাচন
পাশের হার-জিপিএ ৫ বেড়েছে কুমিল্লায়
Follow Us
সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ আবুল কাশেম হৃদয় (আবুল কাশেম হৃদয়)
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ১২২ অধ্যক্ষ আবদুর রউফ ভবন, কুমিল্লা টাউন হল গেইটের বিপরিতে, কান্দিরপাড়, কুমিল্লা ৩৫০০। বাংলাদেশ।
ফোন +৮৮ ০৮১ ৬৭১১৯, +৮৮০ ১৭১১ ১৫২ ৪৪৩, +৮৮ ০১৭১১ ৯৯৭৯৬৯, +৮৮ ০১৯৭৯ ১৫২৪৪৩, ই মেইল: [email protected]
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, কুমিল্লার কাগজ ২০০৪ - ২০২২