টিকা প্রস্তুতকারক প্রতিষ্ঠান অ্যাস্ট্রাজেনেকা জানিয়েছে করোনাভাইরাসের ওমিক্রন ভ্যারিয়েন্টের বিরুদ্ধে কার্যকর টিকা উৎপাদনে কাজ করছে তারা। মঙ্গলবার তারা জানায় অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের সঙ্গে যৌথভাবে এই টিকা তৈরির কাজ চলছে। এছাড়া এই ভ্যারিয়েন্টের বিরুদ্ধে কার্যকর টিকা উৎপাদনে আগ্রহী অন্য ভ্যাকসিন উৎপাদকদের সঙ্গেও কাজ করবে অ্যাস্ট্রাজেনেকা।