কুমিল্লার
মহানগরীর রেইস কোর্সে তোরাব আলী দারগা সড়কে পুরাতন পাসপোর্ট গলিতে ডেল্টা
হসপিটাল আবারও নতুন রূপে নতুন সাজে শত ভাগ নির্ভুল রিপোর্টের এবং উত্তম
সেবার প্রতিশ্রুতি নিয়ে শুক্রবার সকালে কার্যক্রম শুরু করেছেন। শুক্রবার
সকালে ডেল্টা হসপিটালের আনুষ্ঠানিক ভাবে মিলাদ মাফিল দোয়ার মধ্যে দিয়ে
উদ্বোধন করা হয়েছে।
এসময় উপস্থিত ছিলেনডাঃ আরিফুর হরমান চেয়ারম্যান,মোঃ
আনোয়ার হোসাইন ভাইস-চেয়ারম্যার , মোঃ আরিফ হোসেন ডিএমডি, পরিচালক হেলাল
আহমেদ,পরিচালক মোঃ মাহফুজুর রহমান, মোঃ হাবিবুর রহমান নিবার্হী পরিচালক
(অর্থ), পরিচালক মোঃ জাকির হোসেন, পরিচালক মো: মহিউদ্দিন।
আরও
উপস্থিত ছিলেন মিজানুর রহমান, মজিবুর রহমান, কামাল উদ্দিন মাষ্টার, কাজী
জিল্লুর রহমান জুয়েল, আইয়ূব আলী , জামাল হোসেন। এসময় এলাকার বিভিন্ন
শ্রেণির লোকজন উপস্থিত ছিলেন।
মিলাদ মাহফিল ও দোয়া পরিচালনা করেন রেইস কোর্স চিশতিয়া জামে মসজিদের পেস ইমাম মাওলানা মোঃ রুহুল আমিন।