তোমাদের
আগামীর পথ চলায় আমরাও হতে চাই প্রভাবক এই স্লোগানে আইডিয়াল ফ্রেন্ডস
সোসাইটি আই.এফ.এস এর আয়োজনে নাঙ্গলকোট উপজেলায় এস.এস.সি পরীক্ষায় সকল বিষয়ে
জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থী সংবর্ধনা শনিবার বিকেলে নাঙ্গলকোট হাসান
মেমোরিয়াল সরকারি কলেজ মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে। আই.এফ.এস সভাপতি এ.কে.এম
বশিরুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন
নাঙ্গলকোট পৌর মেয়র আব্দুল মালেক।
আই.এফ.এস পরিচালক আমিনুল হক মাওলা ও
কবি আফজাল হোসাইন মিয়াজীর সঞ্চালনায় সংবর্ধনা অনুষ্ঠানে বিশেষ অতিথির
বক্তব্য রাখেন মক্রবপুর ইউনিয়ন পরিষদ সাবেক চেয়ারম্যান মাজহারুল ইসলাম
ছুফু, ইক্বরা মডেল স্কুল প্রধান শিক্ষক এ.বি.এম আবুল কাশেম মোল্লা,
এডুকেয়ার রেসিডেন্সিয়াল স্কুল প্রধান শিক্ষক নাছির উদ্দিন মজুমদার,
ঝিকুটিয়া ইসহাক মজুমদার বালিকা উচ্চ বিদ্যালায় প্রধান শিক্ষক মিজানুর
রহমান, মাহিনী উচ্চ বিদ্যালয় প্রধান শিক্ষক অহিদুল্লাহ, সিজিয়ারা উচ্চ
বিদ্যালয় প্রধান শিক্ষক ইলিয়াস ভূঁইয়া, সমাজ সেবক ওমর ফারুক মিয়াজী প্রমূখ।
অনুষ্ঠান
শেষে এস.এস.সি পরীক্ষা ২০২৪ সালে সকল বিষয়ে জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের
হাতে পুরস্কার ও পাঠ্য পুস্তক তুলে দেন অতিথি বৃন্দ।