শুক্রবার ১১ জুলাই ২০২৫
২৭ আষাঢ় ১৪৩২
অধুনা থিয়েটারের আয়োজন-
শুভেচ্ছা ও ভালোবাসায় কুমিল্লার পুলিশ সুপারকে বিদায় সংবর্ধনা
প্রকাশ: বুধবার, ৩ জুলাই, ২০২৪, ১:১৪ এএম |

 শুভেচ্ছা ও ভালোবাসায় কুমিল্লার পুলিশ সুপারকে বিদায় সংবর্ধনা


নিজস্ব প্রতিবেদক: কুমিল্লার বিদায়ী পুলিশ সুপার ও অধুনা থিয়েটারের প্রেরণাদানকারী জীবন সদস্য বিদায়ী পুলিশ সুপার আবদুল মান্নানকে বিদায় সংবর্ধনা প্রদান করা হয়েছে। গতকাল ২ জুলাই কুমিল্লা ক্লাবের ভিআইপি লাউঞ্জে অধুনা থিয়েটারের আয়োজনে ‘আমাদের ভালোবাসা’ শিরোনামে এক মনমুগ্ধকর বিদায় সংবর্ধনার আয়োজন করা হয়।
কুমিল্লা জেলা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) এডভোকেট জহিরুল ইসলাম সেলিমের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন সংবর্ধিত অতিথি জেলা পুলিশ সুপার আবদুল মান্নান, কুমিল্লা শিক্ষাবোর্ডের সাবেক চেয়ারম্যান প্রসের জামাল নাসের, কুমিল্লা সাংস্কৃতিক জোটের সভাপতি আবুল হাসনাত আজাদ, স্বর্ণকুটির ডেভেলপার্সের প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান প্রদীপ চন্দ্র নন্দী।
অধুনার প্রতিষ্ঠাতা শহীদুল হক স্বপনের সঞ্চালনায় আমন্ত্রিত অতিথিদের মধ্যে আরো বক্তব্য রাখেন, কুমিল্লা প্রেসক্লাবের সাবেক সভাপতি সাপ্তাহিক অভিবাদন সম্পাদক আবুল হাসানাত বাবুল, প্রেসক্লাবের সাবেক সভাপতি মাসুক আলতাফ চৌধুরী, সোনার বাংলা কলেজের অধ্যক্ষ সেলিম রেজা সৌরভ, সাংস্কৃতিক সংগঠক ও বাচিক শিল্পী বদরুল হুদা জেনু, বিএমএ কুমিল্লার সাধারণ সম্পাদক ডা. আতাউর রহমান জসিম, ভিক্টোরিয়া কলেজের ইংরেজি বিভাগের সহযোগী অধ্যাপক জোবায়দা নূর, সাংস্কৃতিক সংগঠক খায়রুল আজম শিমুল, অধুনার সাধারণ সম্পাদক সনজিত কুমার তলাপাত্রসহ অন্যান্য অতিথিগণ।
বিশিষ্ট বংশিবাদক আলী একাব্বরের বাঁশির সুরে শুরু হওয়া অনুষ্ঠানের শুরুতে সংবর্ধিত অতিথি জেলা পুলিশ সুপার আবদুল মান্নানকে কুমিল্লার বিভিন্ন সামাজিক-সাংস্কৃতিক সংগঠন ও প্রতিষ্ঠানের পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়।
এসময় উপস্থিত ছিলেন বিশিষ্ট চলচ্চিত্র পরিচালক দীপংকর দীপন, কুমিল্লার অতিরিক্ত পুলিশ সুপার মংনেথোয়াই মারমা, খন্দকার আশফাকুজ্জামান, কামরান হোসেন, নাজমুল হাসান রাফি, মতিউল ইসলাম, সাংস্কৃতিক ব্যক্তিত্ব তপন সেনগুপ্ত, ঠাকুর জিয়াউদ্দিন আহমেদ, সুলতানা পারভীন দিপালী প্রমুখ।













সর্বশেষ সংবাদ
এক বছরে সাড়ে ৩ শ ধর্ষণের অভিযোগ কুমিল্লায়
সংস্কার কমিশনের রিপোর্ট পেলে ধারনা করা যাবে নির্বাচন কবে হবে: সিইসি
আজ কুমিল্লায় আসছেন সিইসি
চান্দিনায় মধ্য রাতে ভয়াবহ অগ্নিকাণ্ড
এক বছরে ৯৬ বেওয়ারিশ লাশ দাফন কুমিল্লায়
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
কুমিল্লা ইকরা মডার্ণ স্কুলের বার্ষিক ফল প্রকাশ ও কৃতি শিক্ষার্থী সংবর্ধনা
জিয়া সাইবার ফোর্স- কুমিল্লা উত্তর জেলা কমিটি অনুমোদন
কুমিল্লায় বিজিবি অভিযানে ৬০ কেজি গাঁজা জব্দ
চান্দিনায় মধ্য রাতে ভয়াবহ অগ্নিকাণ্ড
‘সংস্কার কমিশনের সুপারিশের আগে সীমানা পুনর্নির্ধারণ নয়’
Follow Us
সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ আবুল কাশেম হৃদয় (আবুল কাশেম হৃদয়)
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ১২২ অধ্যক্ষ আবদুর রউফ ভবন, কুমিল্লা টাউন হল গেইটের বিপরিতে, কান্দিরপাড়, কুমিল্লা ৩৫০০। বাংলাদেশ।
ফোন +৮৮ ০৮১ ৬৭১১৯, +৮৮০ ১৭১১ ১৫২ ৪৪৩, +৮৮ ০১৭১১ ৯৯৭৯৬৯, +৮৮ ০১৯৭৯ ১৫২৪৪৩, ই মেইল: newscomillarkagoj@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, কুমিল্লার কাগজ ২০০৪ - ২০২২