কোপা
আমেরিকার কোয়ার্টার ফাইনালের পথে একে একে পা বাড়াচ্ছে দলগুলো। সেই পথে এবার
পা বাড়ালো পানামা। বলিভিয়াকে ভালো ব্যবধানে হারিয়ে গ্রুপ রানার্সআপ হয়ে
শেষ আটে পা রাখলো তারা। নিজেদের শেষ ম্যাচে বলিভিয়াকে ৩-১ গোলের ব্যবধানে
উড়িয়ে দিয়েছে পানামা।
আজ মঙ্গলবার (২ জুলাই) অরল্যান্ডো সিটিতে অনুষ্ঠিত
ম্যাচের শুরুতেই আক্রমণাত্মক হয়ে খেলতে থাকে পানামা। বিপরীতে নিজেদের
রক্ষণ সামলাতেই ব্যস্ত ছিল বলিভিয়া। এই সুযোগে ২২তম মিনিটে এগিয়ে যায়
পানামা। জোসে ফাহার্দো এগিয়ে নেন পানামাকে।
প্রথমার্ধে আর গোলের দেখা
পায়নি কোনো দল। দ্বিতীয়ার্ধের ৬৯ মিনিটে বলিভিয়াকে সমতায় ফেরান ব্রুনো
মিরান্দা। তবে ব্যবধান ধরে রাখতে পারলো না তারা। এর ১০ মিনিট পর বাদেই
এদুয়ার্দো গেরেরোর গোলে এগিয়ে যায় পানামা। আর যোগ করা সময়ে বলিভিয়ার কফিনে
শেষ পেরেক ঠুকে দেন সেজার ইয়ানিস।
কোয়ার্টার ফাইনালে ‘ডি’ গ্রুপের
চ্যাম্পিয়ন দলের বিপক্ষে খেলবে পানামা। আগামীকাল সকালে ব্রাজিল-কলম্বিয়া
ম্যাচের ওপর নির্ভর করছে কারা পানামার প্রতিপক্ষ। দুই ম্যাচ শেষে ৬ পয়েন্ট
নিয়ে কলম্বিয়া আছে গ্রুপের শীর্ষে, ৪ পয়েন্ট নিয়ে ব্রাজিল দুইয়ে। ম্যাচে
ব্রাজিল জিতে গেলে তারা পাবে পানামাকে।