কুমিল্লার ১১ আসনে ১২১ প্রার্থী ।। সবচেয়ে বেশি বরুড়ায়, সবচেয়ে কম সদরে ৬ জন
তানভীর দিপু:
|
কুমিল্লার ১১ আসনে মনোনয়নপত্র জমা দিয়েছেন ১২১ জন। এর মধ্যে সবচেয়ে বেশি মনোনয়নপত্র জমা পড়েছে বরুড়া আসনে ১৫ জন। সবচেয়ে কম মনোনয়ন জমা পড়েছে কুমিল্লা - ৬ আসনে। রিটার্নিং কর্মকর্তা কার্যালয়ের সূত্রে জানা গেছে, কুমিল্লা-১ (দাউদকান্দি- তিতাস) আসনে ১২ জন, কুমিল্লা-২ (হোমনা- মেঘনা) আসনে ১২ জন, কুমিল্লা-৩ (মুরাদনগর ) আসনে ১৪ জন, কুমিল্লা-৪ (দেবিদ্বার ) আসনে ১৪ জন৷, কুমিল্লা-৫ (বুড়িচং-ব্রাহ্মণপাড়া) আসনে ১১ জন, কুমিল্লা-৬ (সদর) আসনে ৬ জন, কুমিল্লা-৭ (চান্দিনা) আসনে ১০ জন, কুমিল্লা-৮ (বরুড়া) আসনে ১৫ জন, কুমিল্লা-৯ (লাকসাম -মনোহরগঞ্জ ) আসনে ৯ জন, কুমিল্লা-১০ (সদর দক্ষিণ- নাঙ্গলকোট -লালমাই ) আসনে ৭ জন এবং কুমিল্লা-১১ (চৌদ্দগ্রাম ) আসনে ৭ জন মনোনয়নপত্র সংগ্রহ করে জমা দিয়েছেন।
|