বুধবার ৬ ডিসেম্বর ২০২৩
২২ অগ্রহায়ণ ১৪৩০
আবুল কালাম আজাদের নেতৃত্বে দেবিদ্বারে হরতাল বিরোধী বিক্ষোভ
শাহীন আলম, দেবিদ্বার
প্রকাশ: মঙ্গলবার, ২১ নভেম্বর, ২০২৩, ১২:৪৪ এএম |

 আবুল কালাম আজাদের নেতৃত্বে দেবিদ্বারে  হরতাল বিরোধী বিক্ষোভ
সারা দেশে বিএনপি জামায়াতের হরতাল ও নৈরাজ্যের প্রতিবাদে কুমিল্লার দেবিদ্বার উপজেলায় বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা করেছে উপজেলা আওয়ামী লীগ ও অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।  আজ সোমবার (২০ নভেম্বর) দুপুরে কুমিল্লা উত্তর জেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক ও কুমিল্লা-৪ (দেবিদ্বার) আসন থেকে নৌকা প্রতিকে মনোনয়ন প্রত্যাশী মো.আবুল কালাম আজাদের নেতৃত্বে কয়েক হাজার নেতা-কর্মী হরতাল বিরোধী বিক্ষোভ মিছিলে অংশ নেয়। বিক্ষোভ মিছিলটি উপজেলা পরিষদ থেকে শুরু হয়ে কুমিল্লা-সিলেট মহাসড়ক ও নিউ মার্কেট সদর এলাকার গুরুত্বপূর্ণ স্থান পদক্ষিণ করে স্বাধীনতা চত্বরে যেয়ে সংক্ষিপ্ত সমাবেশে মিলিত হয়। সমাবেশে উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. আবুল কালাম আজাদ বলেন, নির্বাচনে তপশিল ঘোষণা করা হয়েছে।
আওয়ামীলীগ আশা করে বিএনপি তাদের ভুল ত্রুটি দেশ বাসীর কাছে ক্ষমা চেয়ে নির্বাচনে অংশ নিবে। কিন্তু  তারা তা না করে  নির্বাচন বানচালের ষড়যন্ত্র করছে। এ জন্য তারা অবৈধ হরতালের ডাক দিয়ে মাঠে নামছে না। চোরাগোপ্তা হামলা করে জনগণের জানমাল ক্ষতিগ্রস্ত করছে।  জনগণ এমন অবৈধ হরতাল প্রত্যক্ষাণ করেছে।  আগামী জাতীয় সংসদ নির্বাচনে সাধারণ  মানুষ আগুন সন্ত্রাসের বিপক্ষে  রায় দিয়ে নৌকা প্রতিককে বিজয়ী করবে। তিনি আরও বলেন, বিএনপি-জামায়াত ঢাকায় শান্তিপূর্ণ সমাবেশের নামে পুলিশ সদস্যকে নির্মমভাবে পিটিয়ে হত্যা করেছে। প্রায় ৩০ জন সাংবাদিকদের ওপর হামলা করে আহত করেছে। কাকরাইলে পুলিশ বক্সে আগুন দিয়েছে, প্রধান বিচারপতির বাসভবনে হামলা চালিয়েছে, কাকরাইল মসজিদের সামনে বাসে ও পিকআপে হামলা চালিয়ে তারা দেশে একটি নৈরাজ্যকর পরিস্থিতি সৃষ্টি করেছে এখন আবার হরতালের নামে নির্বাচন বানচালের ষড়যন্ত্র করছে। তাদের এ ষড়যন্ত্র জনগণ  মেনে নিবে নিবে না। বিক্ষোভ মিছিলে আরও উপস্থিত ছিলেন, দেবিদ্বার উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি লুৎফুর রহমান বাবুল, যুগ্ম সাধারণ সম্পাদক অধ্যক্ষ মো. হুমায়ুন কবির চেয়ারম্যান, শ্রম বিষয়ক সম্পাদক সুজিত পোদ্দার, গুনাইঘর উত্তর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ও আওয়ামী লীগ সভাপতি মোকবল হোসেন মুকুল, ফতেহাবাদ ইউপি চেয়ারম্যান মো. কামরুজ্জামান মাসুদ, জাফরগঞ্জ ইউপি চেয়ারম্যান মো. জাহিদুল আলম, সুবিল ইউপি চেয়ারম্যান গোলাম সারওয়ার মুকুল ভূঁইয়া, রসুলপুর ইউনিয়ন চেয়ারম্যান মোঃ শাহাজান সরকার, উপজেলা যুবলীগ নেতা আব্দুল্লাহ আল কাইয়ুম, কুমিল্লা উত্তর জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মো. সাইফুল ইসলাম রুবেল, উপজেলা কৃষকলীগ সভাপতি  আব্দুল আলিম, উপজেলা মৎসজীবী লীগ সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন টিটু, উপজেলা যুবলীগ নেতা শয়ন দাস, উপজেলা ছাত্রলীগের আহবায়ক মো. আসাদুজ্জামান রনি, উপজেলা ছাত্রলীগের যুগ্ন আহবায়ক, সবুজ, রাকিব, ইমু, আসিফ, আলামিন, ফয়েজ আহমেদ আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।












সর্বশেষ সংবাদ
একই হলফনামায় এমপির স্বর্ণের ভরি ১৮ হাজার, স্ত্রীর ৯৫৫ টাকা
দীর্ঘ ৩৪ বছর প্রবাস জীবন শেষে লাশ হয়ে বাড়ি ফিরলেন আবু হানিফ
মহাখালীর রয়েল ফিলিং স্টেশনে আগুন
দেড় দশক পর গান গাইলেন তিশা
এক লাখ টাকা জিতে ক্যানসার আক্রান্ত শিল্পীকে দিলেন অভিনেতা
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
দীর্ঘ ৩৪ বছর প্রবাস জীবন শেষে লাশ হয়ে বাড়ি ফিরলেন আবু হানিফ
প্রার্থীতা ফিরে পেতে কুমিল্লার তিন জনের আপিল
কাল থেকে কুমিল্লায় বিকাশ-এর আয়োজনে তিন দিনের পেমেন্ট মেলা
৩৩৮ থানার ওসিকে বদলির তালিকা ইসিতে
এয়ার আহমেদ সেলিমের ব্যাংক ঋণ সাড়ে ৮ কোটি টাকা নগদ টাকা আছে ৯৬ লাখ
Follow Us
সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ আবুল কাশেম হৃদয় (আবুল কাশেম হৃদয়)
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ১২২ অধ্যক্ষ আবদুর রউফ ভবন, কুমিল্লা টাউন হল গেইটের বিপরিতে, কান্দিরপাড়, কুমিল্লা ৩৫০০। বাংলাদেশ।
ফোন +৮৮ ০৮১ ৬৭১১৯, +৮৮০ ১৭১১ ১৫২ ৪৪৩, +৮৮ ০১৭১১ ৯৯৭৯৬৯, +৮৮ ০১৯৭৯ ১৫২৪৪৩, ই মেইল: [email protected]
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, কুমিল্লার কাগজ ২০০৪ - ২০২২ | Developed By: i2soft