কুমিল্লা জেলা মহিলা ক্রীড়া সংস্থার উদ্যোগে সাঁতার প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার সকাল ১১ টায় কুমিল্লা স্টেডিয়ামের শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত সুইমিংপুলে এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুমিল্লা ডায়াবেটিক হাসপাতালের সভাপতি ও নারী নেত্রী মেহেরুন নেসা বাহার।
কুমিল্লা জেলা মহিলা ক্রীড়া সংস্থার সদস্য ও সাঁতার প্রতিযোগিতা কমিটির আহ্বায়ক ইমরোজা চৌধুরী বেবী সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুমিল্লা জেলা মহিলা ক্রীড়া সংস্থার সহ-সভানেত্রী দিলনাশি মহসিন, কুমিল্লা জেলা মহিলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক রাশেদা রহমান,সহ সাধারণ সম্পাদক আরিফা হোসেন নিনা, কোষাধক্ষ্য ফারহানা হক শিল্পী, কার্যনির্বাহী সদস্য সাফিয়া বেগম শেলী, জিনাত রেহানা, আলেয়া খানম পলাশ,হামিদা আক্তার। সানজিদা আক্তার , হাসিনা আক্তার বার্ষিক অন্তঃক্রিয়া প্রতিযোগিতায় ১৯ টি স্কুল অংশগ্রহণ করেন। প্রতিযোগিতা শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন কার্যনির্বাহি সদস্য সাফিয়া বেগম শেলী।
এ সময় প্রধান অতিথি বলেন ‘আমরা চাই, আমাদের দেশের ছেলে-মেয়েরা সাঁতারসহ খেলাধুলা এবং সাংস্কৃতিক ক্ষেত্রে প্রতিযোগিতা করবে এবং তাদের শরীর স্বাস্থ্য এবং মন ভালো থাকবে। তারা শৃঙ্খলা শিখবে এবং আগামী দিনে এই বাংলদেশকে তারা নেতৃত্ব দেবে।বাংলাদেশ আজ বিশ্ব দরবারে মাথা উঁচু করে বীরের জাতি হিসাবে পরিচিত। তাই সকল শিক্ষার্থীদের প্রতি আমার আহ্বান সুশিক্ষায় শিক্ষিত হয়ে আগামীতে দেশের দায়িত্বশীল ভূমিকা পালন করতে এখন থেকেই প্রস্তুত হতে হবে।