বৃহস্পতিবার ৭ ডিসেম্বর ২০২৩
২৩ অগ্রহায়ণ ১৪৩০
কুমিল্লায় ৫০ বছরের ইমামতি শেষে রাজকীয় বিদায় সংবর্ধনা
প্রকাশ: রোববার, ১৯ নভেম্বর, ২০২৩, ১:৫৩ পিএম |

কুমিল্লায় ৫০ বছরের ইমামতি শেষে রাজকীয় বিদায় সংবর্ধনাসালটা ১৯৭৩। মাওলানা আব্দুর রবের বয়স তখন ২৫। এই বয়সেই কুমিল্লার মনোহরগঞ্জ বাজারে অবস্থিত মনোহরগঞ্জ কেন্দ্রীয় জামে মসজিদের ইমামের দায়িত্ব নেন তিনি। এরপর একে একে কেটে গেছে ৫টি দশক। বয়সের ভারে সময় হয়েছে দীর্ঘ ৫০ বছরের ইমামতি জীবনের ইতি টানার। জীবনের ৭৫ বছর বয়সে এসে অবশেষে ইমামতি অধ্যায়ের সমাপ্তি হয়েছে তার।  তবে প্রিয় ইমামের বিদায়কেও স্মরণীয় করে রাখতে ভুল করেননি মুসল্লিরা। বিদায় বেলায় প্রিয় ইমামকে দিয়েছেন রাজকীয় সংবর্ধনা। বিদায়ের দুইদিন আগেই মসজিদসহ আশপাশের এলাকাকে সাজানো হয় আলোকসজ্জায়। সবশেষ শুক্রবার (১৭ই নভেম্বর) জুমার নামাজ পড়িয়ে ইমামতি জীবনের ইতি টানেন মাওলানা আব্দুর রব।

এদিন জুমার নামাজ শেষে সুসজ্জিত ঘোড়ার গাড়িতে চড়ে বাড়ি ফিরেছেন তিনি। শুক্রবার বাদ জুমা মসজিদ মিলনায়তনে এ উপলক্ষে আলোচনা সভায় সভাপতিত্ব করেন মসজিদ পরিচালনা কমিটির সভাপতি মাজহারুল ইসলাম। পুরো আয়োজনটি করেন মসজিদের মুসল্লি কমিটি। এতে বক্তব্য রাখেন মুসল্লি কমিটির আহ্বায়ক শাহ আলম, বাজার পরিচালনা কমিটির পক্ষে কামাল হোসেন, মসজিদের মুসল্লি অধ্যক্ষ আব্দুল মতিন, ইঞ্জিনিয়ার মনোয়ার হোসেন মিলন, এএসএম মাহবুবুর রহমান  হেলাল, কাজী মিজানুর রহমান,  মোক্তার হোসেন সুমন, ডা. জসিম উদ্দিন, সার্ভেয়ার মনিরুজ্জামান,  কেন্দ্রীয় জামে মসজিদের বর্তমান খতিব মাওলানা আব্দুর রহমান  প্রমুখ। 
এদিন দুপুরে প্রিয় ইমামকে বিদায় জানাতে প্রতিকূল আবহাওয়ায় ঝড়-বৃষ্টি উপেক্ষা করে শত শত মুসল্লি এ সংবর্ধনায় সমবেত হন। এ সময় অশ্রুসিক্ত নয়নে প্রিয় ইমামকে বিদায় জানান তারা। মাওলানা আব্দুর রবের বাড়ি মনোহরগঞ্জ উপজেলার ডুমিরিয়া গ্রামে। সাত ছেলে, পাঁচ মেয়ে এবং স্ত্রীকে নিয়ে তার সংসার। সংবর্ধনা অনুষ্ঠানে ক্রেস্ট, নগদ ৫ লাখ টাকার চেকসহ নানা উপহার তুলে দেয়া হয় মাওলানা আব্দুল রবের হাতে। এ সময় মুসল্লিদের ফুলেল শুভেচ্ছায় সিক্ত হন ইমাম মাওলানা আব্দুর রব। পরে তারা প্রিয় ইমামকে বাড়ি পৌঁছে দিয়েছেন সুসজ্জিত ঘোড়ার গাড়ি দিয়ে। এ ছাড়া ওই ইমামের বিদায় উপলক্ষে আশপাশের বিভিন্ন এলাকার মসজিদের অন্তত ৩০ জন ইমামকে দেয়া হয়েছে বিশেষ সম্মাননা উপহার।  আয়োজক ও স্থানীয়রা জানান, ১৯৭৩ সালে মাত্র ২৫ বছর বয়সে মনোহরগঞ্জ বাজার কেন্দ্রীয় জামে মসজিদের ইমামতির দায়িত্ব নেন মাওলানা আব্দুর রব। এই সময়ের মধ্যে ৭৫ বছর বয়সী মাওলানা আব্দুর রব বর্তমানের নান্দনিক মসজিদটি নির্মাণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন।

 ইমামতির শুরুতে তিনি সম্মানি  পেতেন ৪০ টাকা আর সবশেষ তিনি মাসিক সম্মানি পেতেন ২০ হাজার টাকা। আব্দুর রব উপজেলা সদরের মনোহরগঞ্জ সরকারি উচ্চ বিদ্যালয় ও কলেজের সাবেক ধর্মীয় শিক্ষক ছিলেন। ৪২ বছরের শিক্ষকতা  শেষে সেখান থেকেও এরই মধ্যে অবসরে গেছেন তিনি। দলমতনির্বিশেষে তিনি এলাকায় একজন সর্বজন শ্রদ্ধেয় ব্যক্তিত্ব। প্রিয় ইমামের প্রতি শ্রদ্ধা, সম্মান জানাতে মনোহরগঞ্জ বাজারস্থ বিভিন্ন সড়কে করা হয় তোরণ নির্মাণ, মসজিদ ও বাজার এলাকায় আলোকসজ্জাসহ মুসল্লিদের উদ্যোগে করা হয়েছে নানা আয়োজন। বাজারের ব্যবসায়ীরাও তাকে সংবর্ধনা জানাতে নানা উদ্যোগ গ্রহণ করেছেন। অনুষ্ঠানে বক্তারা বলেন, এই এলাকায় যারা গুণীজন তাদেরকে সবসময় সম্মান দেয়ার চেষ্টা করা হয়। তারই ধারাবাহিকতায় উপজেলার কেন্দ্রীয় জামে মসজিদের ইমামকে ৫০ বছরের ইমামতির পর বিদায় বেলায় সম্মান জানাতে এই আয়োজন করা হয়েছে। এদিকে, এমন সংবর্ধনায় সিক্ত হয়েছেন বলে জানান মাওলানা আব্দুর রব। তিনি বলেন, আল্লাহর সন্তুষ্টির জন্য সব সময় সততার সঙ্গে দায়িত্ব ও কর্তব্য পালনের  চেষ্টা করেছি। কখনো ভাবিনি আমার বিদায়টা এত সম্মানের হবে। আমি এমন উদ্যোগের জন্য মসজিদের মুসল্লি, এলাকার ছাত্র-যুব সমাজ, বাজারের ব্যবসায়ীসহ সর্বস্তরের মানুষের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। সত্য বলতে কী আমি আবেগাপ্লুত। আমি সবার জন্য দোয়া করি। আপনারাও আমার জন্য দোয়া করবেন।












সর্বশেষ সংবাদ
লুটনকে হারিয়ে শীর্ষস্থান মজবুত করলো আর্সেনাল
আরও একবছর বাংলাদেশ দলের দায়িত্বে কাবরেরা
কুবিতে ভলিবল টুর্নামেন্টে চ্যাম্পিয়ন ফিন্যান্স ও বাংলা বিভাগ
১৫ উইকেটের দিনে এগিয়ে বাংলাদেশই
মিরপুরের উইকেট নিয়ে যা বললেন স্যান্টনার
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
দীর্ঘ ৩৪ বছর প্রবাস জীবন শেষে লাশ হয়ে বাড়ি ফিরলেন আবু হানিফ
প্রার্থীতা ফিরে পেতে কুমিল্লার তিন জনের আপিল
কাল থেকে কুমিল্লায় বিকাশ-এর আয়োজনে তিন দিনের পেমেন্ট মেলা
৩৩৮ থানার ওসিকে বদলির তালিকা ইসিতে
এয়ার আহমেদ সেলিমের ব্যাংক ঋণ সাড়ে ৮ কোটি টাকা নগদ টাকা আছে ৯৬ লাখ
Follow Us
সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ আবুল কাশেম হৃদয় (আবুল কাশেম হৃদয়)
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ১২২ অধ্যক্ষ আবদুর রউফ ভবন, কুমিল্লা টাউন হল গেইটের বিপরিতে, কান্দিরপাড়, কুমিল্লা ৩৫০০। বাংলাদেশ।
ফোন +৮৮ ০৮১ ৬৭১১৯, +৮৮০ ১৭১১ ১৫২ ৪৪৩, +৮৮ ০১৭১১ ৯৯৭৯৬৯, +৮৮ ০১৯৭৯ ১৫২৪৪৩, ই মেইল: [email protected]
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, কুমিল্লার কাগজ ২০০৪ - ২০২২ | Developed By: i2soft