শেষ হলো দরদ-এর ভারতে শুটিং, দেশে ফিরলেন শাকিব
|
![]() এদিকে ভারতে ‘দরদ’ সিনেমার শুটিং শেষের পর শনিবার ঢাকায় ফিরছেন শাকিব খান। নিজের ফেসবুকে নায়কের একটি ছবি প্রকাশ করে অনন্য মামুন লিখেছেন, দরদের শুটিং শেষে শনিবার শাকিব ভাই সাড়ে ৩টায় অবতরণ করবেন ঢাকায়। এর আগে ভারতে শেষ দিনের শুটিং কেক কেটে উদযাপন করেন ‘দরদ’ সিনেমার পুরো ইউনিট। যেখানে উপস্থিত ছিলেন নায়ক শাকিব খান ও নায়িকা সোনাল চৌহান। গত ২৪ অক্টোবর বাংলাদেশ থেকে ভারতে যান শাকিব খান। আগে থেকে সেখানে উপস্থিত ছিলেন সিনেমাটির পরিচালক, প্রযোজক ও অন্য অভিনেতা-অভিনেত্রীরা। ভারতে পৌঁছে ২৭ অক্টোবর থেকে ‘দরদ’র এর একটানা শুটিং করেন এই নায়ক। তার সঙ্গে স্ক্রিন শেয়ার করেন বলিউড অভিনেত্রী সোনাল চৌহান। জানা গেছে, ২০২৪ সালের ফেব্রুয়ারির প্রথম সপ্তাহে ‘দরদ’ বাংলাসহ হিন্দি, তামিল, তেলেগু, মালায়লাম, কর্নাটক এই ছয় ভাষায় ৩০টির বেশি দেশে মুক্তি পাবে। ‘দরদ’ সিনেমাটি যৌথভাবে প্রযোজনা করছে ভারতের এসকে মুভিজ, ওয়ান ওয়ার্ল্ড মুভিজ, বাংলাদেশের অ্যাকশন কাট এন্টারটেইনমেন্ট ও কিবরিয়া ফিল্মস। এতে শাকিব ছাড়াও শহীদুজ্জামান সেলিম, পায়েল সরকার, রাজেশ শর্মা, মিশা সওদাগর, এলিনা শাম্মী, জেসিয়া ইসলাম, ভারতের রাহুল দেবের অভিনয়ের কথা রয়েছে।
|