ঢাকা ছেড়েছেন মার্কিন রাষ্ট্রদূত পিটার হাস। আজ বৃহস্পতিবার স্ত্রীকে সঙ্গে নিয়ে ঢাকা ছাড়েন তিনি। তবে কোথায় গেছেন তা নিয়ে উঠে নানা গুঞ্জন।শোনা যায় তিনি ওয়াশিংটন গেছেন। যদিও পরে জানা যায় শ্রীলংকার রাজধানী কলম্বো গেছেন মার্কিন এই রাষ্ট্রদূত।
এ বিষয়ে পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র সেহেলী সাবরিনের কাছে জানতে চাইলে তিনি বলেন, পিটার হাস কোথায় গেছেন, সেটা অবগত সরকার। তবে কোথায় গেছেন, সেটা প্রকাশ করা হবে না।
বৃহস্পতিবার (১৬ নভেম্বর) পররাষ্ট্র মন্ত্রণালয়ে আয়োজিত সাপ্তাহিক মিডিয়া ব্রিফিংয়ে সংবাদিকের প্রশ্নের জবাবে এ কথা বলেন তিনি।
সেহেলী সাবরিন বলেন, বাংলাদেশে অবস্থানরত বিদেশি রাষ্ট্রদূতরা কোনো স্টেশন ত্যাগ করলে জানিয়ে যান। কূটনৈতিক পত্রের মাধ্যমে আমাদের জানান। আবার আমাদের রাষ্ট্রদূতরাও যখন স্টেশন ত্যাগ করেন, হোস্ট কান্ট্রিকে জানিয়ে যান।