বরুড়ায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা কর্তৃক সামাজিক নিরাপত্তা খাতের আওতায় প্রদত্ত সুবিধাভোগীদের নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত
মোঃ ইলিয়াছ আহমদ, বরুড়া
|
কুমিল্লার
বরুড়ায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা কর্তৃক সামাজিক নিরাপত্তা খাতের আওতায়
প্রদত্ত সুবিধাভোগীদের নিয়ে ১৪ অক্টোবর ২৩ ইং বরুড়া সরকারি কলেজ মাঠে এক
মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। বরুড়া পৌরসভার উদ্যেগে আয়োজিত এ বিশাল মতবিনিময়
সভায় পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও পৌর মেয়র মোঃ বকতার হোসেন বখতিয়ার
এর সভাপতিত্ব , অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কুমিল্লা ৮
বরুড়া আসনের সংসদ সদস্য ও বরুড়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোঃ নাছিমুল
আলম চৌধুরী নজরুল। ![]() অনুষ্ঠানের শুরুতে স্বাগত স্বাগত বক্তব্য রাখেন পৌর মেয়র মোঃ বকতার হোসেন বখতিয়ার। অনুষ্ঠান টি সঞ্চালনা করেন পৌর যুবলীগের আহবায়ক ও ৯ নং ওয়ার্ড কাউন্সিলর মোঃ শাহানুর হোসেন। পৌরসভার ৯ টি ওয়ার্ড থেকে যারা বিধবা ভাতা, বয়স্ক ভাতা, মুক্তিযোদ্বা ভাতা, প্রতিবন্ধী ভাতা মাতৃত্বকালীন ভাতা পান এবং ভবিষ্যতে পাওয়ার জন্য আবেদন করেছেন এ ধরনের সকলে মতবিনিময় সভায় উপস্থিত হন। পরিপূর্ণ গোছালো সুন্দর একটি পরিবেশে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। মতবিনিময় সভা শেষে উপস্থিত সকলের মাঝে খাবার বিতরণ করা হয় আয়োজক কমিটির পক্ষ থেকে । প্রধান অতিথি নাছিমুল আলম চৌধুরী নজরুল এম,পি বলেন, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা এ ধরনের ভাতার উদ্যেগ নিয়েছেন যা চিন্তাই করা যায় না । অতীতে অনেক সরকার ছিলো তারা এ ধরনের ভাতাড উদ্যেগ নেননি। এমন কি চিন্তা ও করেন নি। প্রধানমন্ত্রীর এই উদ্যেগের কথা চিন্তা করে আগামী জাতীয় সংসদ নির্বাচনে নৌকা মার্কায় ভোট দেওয়ার জন্য অনুরোধ করেন উপস্থিত সকল সুবিধাভোগীদের কে । ভবিষ্যতে শেখ হাসিনার সরকার নির্বাচিত হলে ভাতা আরো বৃদ্ধি পাবে বলে আশা ব্যক্ত করেন তিনি। আবেগ দিয়ে প্রধান অতিথি নৌকা মার্কায় ভোট প্রার্থনা করেন আগামী জাতীয় সংসদ নির্বাচনে। বক্তব্য শেষে প্রধান অতিথি মেয়র কে সাথে নিয়ে সভার মঞ্চ থেকে নেমে উপস্থিত মহিলা সুবিধাভোগীদের সাথে কৌশল বিনিময় করেন। সভা মঞ্চে বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও আওয়ামী লীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগে ও ছাত্র লীগের নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন। |