ঢাকা: রাজধানীর মিরপুর
এলাকায় মানারাত ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির দুটি বাসে আগুন দেওয়া হয়েছে।
খবর পেয়ে ফায়ার সার্ভিস থেকে দুটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিভিয়েছে।
মঙ্গলবার (১৪ নভেম্বর) রাত ৮টা ২৫ মিনিটে মিরপুর বেড়িবাঁধ সংলগ্ন নবাবেরবাগ উত্তরপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।
ফায়ার
সার্ভিস সদর দপ্তর থেকে মিডিয়া হাউজের কর্মকর্তা তালহা বিন জসিম জানান,
রাত ৮টা ৪৫ মিনিটে অগ্নিকাণ্ডের সংবাদে কল্যাণপুর ফায়ার স্টেশন থেকে
ঘটনাস্থলে দুইটি ইউনিট গিয়ে আগুন নির্বাপণ করে।