চুলের সমস্যা সমাধানে ডিমের সঙ্গে মেশান ৩ উপাদান
|
![]() অনেকে আঁশটে গন্ধের কারণে চুলে ডিম মাখার কথা ভাবতেই পারেন না। তবে এই শীতে যদি চুল ঠিক রাখতেই চান তবে এটি ব্যবহার করতেই হবে। কেননা চুল পড়া, মাথার ত্বক শুষ্ক হয়ে যাওয়া, রুক্ষ চুল বশে রাখা— সব সমস্যার সমাধান আছে এতে। চুলের যত্নে কীভাবে ডিম ব্যবহার করবেন, চলুন জানা যাক- ডিম ও টক দই এক কাপ দইয়ের সঙ্গে মিশিয়ে নিন একটি ডিমের কুসুম। ভালো করে ফেটিয়ে নিন। চুলে এই প্যাক লাগিয়ে ২০ মিনিট রাখুন। এরপর ঠান্ডা পানি দিয়ে ধুয়ে ফেলুন। চুল থেকে আঁশটে গন্ধ তাড়াতে শ্যাম্পু করে নিন। কন্ডিশনার ব্যবহারের প্রয়োজন নেই। কারণ দই আর ডিমই কন্ডিশনারের কাজ করবে। ডিম ও অলিভ অয়েল ডিমের কুসুমের সঙ্গে মেশান এক টেবিল চামচ অলিভ অয়েল। ভালো করে ফেটিয়ে নিন। এর সঙ্গে হালকা গরম পানি মিশিয়ে পাতলা করে নিন। চুল শ্যাম্পু করার পর এই মিশ্রণ পুরো চুলে লাগান। চুলের ডগা বেশি শুষ্ক থাকে। তাই ডগায় ভালো করে লাগাবেন। কিছুক্ষণ রেখে পানি দিয়ে ধুয়ে ফেলুন। চুলের জেল্লা ফেরাতে এই মিশ্রণ দারুণ কাজ করে। ডিম ও মধু ডিমের কুসুমের সঙ্গে এক টেবিল চামচ মধু মিশিয়ে প্যাক তৈরি করুন। এই মিশ্রণ চুলে ভালো করে লাগিয়ে নিন। দু’ঘণ্টা পর ধুয়ে ফেলুন। এতে রুক্ষ চুল নরম হবে। আরও পড়ুন- শ্যাম্পু করলে কি চুল পড়া বাড়ে? চুলের যত্নে কত কিছুই তো করেছেন। এবার বরং ডিম ব্যবহার করে দেখুন।
|