প্রকাশ: সোমবার, ২৩ অক্টোবর, ২০২৩, ৬:৩৩ পিএম |
নোয়াখালীতে স্ত্রীকে হত্যার দায়ে স্বামী মো. আবু তাহেরকে (৬৮) যাবজ্জীবন কারাদণ্ডের আদেশ দিয়েছেন আদালত। একইসঙ্গে তাকে ৫০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও এক বছরের কারাদণ্ডাদেশ দেওয়া হয়।
সোমবার (২৩ অক্টোবর) দুপুরে জেলা ও দায়রা জজ নিলুফার সুলতানা এ আদেশ দেন। দণ্ডপ্রাপ্ত মো. আবু তাহের সোনাইমুড়ী উপজেলার ৯ নম্বর দেওটি ইউনিয়নের দেওটি গ্রামের মৃত নুর হোসেনের ছেলে।
রাষ্ট্রপক্ষের আইনজীবী অ্যাডভোকেট গুলজার আহমেদ জুয়েল রায়ের বিষয়টি নিশ্চিত করেন।
তিনি বলেন, হত্যার ঘটনা সন্দেহাতীতভাবে প্রমাণিত হওয়ায় আসামি আবু তাহেরের উপস্থিতিতে সাজা ঘোষণা করেছেন বিচারক। পরে আসামিকে কারাগারে পাঠানো হয়েছে।
মামলা সূত্রে জানা গেছে, পারিবারিক কলহের জেরে ২০২২ সালের ১১ আগস্ট রাতে স্ত্রী তাজনেহার বেগমকে হত্যা করে পালিয়ে যান আবু তাহের। পরদিন সকালে ঘুম থেকে উঠে পুত্রবধূ আছমা আক্তার শাশুড়ির কক্ষের দরজা খোলা দেখতে পান। পরে কক্ষের ভেতর গিয়ে দেখেন শাশুড়ির মরদেহ খাটের ওপর পড়ে আছে।
তাৎক্ষণিক বিষয়টি তিনি স্বামী মো. রুবেলকে মোবাইলফোনে জানান। খবর পেয়ে ঘটনাস্থলে এসে পুলিশ মরদেহের সুরতহাল প্রতিবেদন তৈরি করে। এ ঘটনায় নিহতের ছেলে রুবেল বাদী হয়ে বাবা আবু তাহেরকে একমাত্র আসামি করে সোনাইমুড়ী থানায় হত্যা মামলা করেন। পরে পুলিশ অভিযান চালিয়ে তাহেরকে গ্রেফতার করে আদালতে পাঠায়।