মানসম্মত
প্রাথমিক শিক্ষা নিশ্চিকরণে কুমিল্লার চান্দিনায় মা সমাবেশ অনুষ্ঠিত
হয়েছে। মঙ্গলবার (৩ অক্টোবর) বিকেলে উপজেলার মহিচাইল ইউনিয়নের অম্বরপুর
সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে ওই সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে প্রধান
অতিথির বক্তৃতা করেন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের সাবেক
উপাচার্য বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক ডা. প্রাণ গোপাল দত্ত এমপি।
এসময়
তিনি বলেন, প্রাথমিক শিক্ষার ক্ষেত্রে শিক্ষার্থীদের অভিভাবকদের মধ্যে
মা’দের গুরুত্ব অত্যন্ত বেশি। একজন মা শুধু একজন অভিভাবকই নন, ছোট-ছোট
শির্ক্ষাথীদের জীবনের প্রথম শিক্ষক। ছোট শিশুরা প্রথম পর্যায়ে পরিবারের
মধ্যে মায়ের কাছ থেকেই প্রাথমিক শিক্ষা লাভ করে থাকে। তাই প্রাথমিক শিক্ষায়
মা সমাবেশ, উঠান বৈঠক, হোম ভিজিট গুরুত্ব দেয়া হচ্ছে।
সমাবেশে বিশেষ অতিথির বক্তৃতা করেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) তাপস শীল, উপজেলা শিক্ষা অফিসার মনিরুজ্জামান।
এসময়
স্কুলের ম্যানেজিং কমিটির সভাপতি ওমর ফারুক মিয়াজীর সভাপতিত্বে অন্যদের
মধ্যে বক্তৃতা করেন জেলা পরিষদ সদস্য অধ্যাপক বজলুর রহমান, চান্দিনা উপজেলা
যুবলীগের সাবেক সাধারণ সম্পাদক আমির হোসেন চৌধুরী লিটন প্রমুখ।
এসময়
উপস্থিত ছিলেন কুমিল্লা উত্তর জেলা আওয়ামী লীগ সদস্য মজিবুর রহমান, মহিচাইল
ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোসা: মাকসুদা আক্তার, কেরনখাল ইউনিয়ন পরিষদ
চেয়ারম্যান সুমন ভূইয়া, কুমিল্লা উত্তর জেলা ছাত্রলীগ সভাপতি মোঃ
মহিউদ্দিন, উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি নজরুল ইসলাম সুমন, মহিচাইল
ইউনিয়ন ছাত্রলীগ সভাপতি মাহমুদুল হাসান মিদুল,ছাত্রনেতা মানিক আহমেদ, মারুফ
আমিন, শাহাবুদ্দিন সাজু, ইসমাঈল হোসেনসহ শিক্ষক ও অভিভাবকবৃন্দ।