কুমিল্লার চান্দিনায় ২০২৩ সালের এসএসসি ও দাখিল পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত ২৩৫জন কৃতী শিক্ষার্থীকে সংবর্ধনা প্রদান করা হয়।
মঙ্গলবার
(৩ অক্টোবর) বেলা ১১টায় চান্দিনা উপজেলা প্রশাসনের আয়োজনে পৌর আধুনিক
কমিউনিটি সেন্টারে শিক্ষার্থীদের হাতে সম্মাননা স্মারক ও ফুল তুলে দেন বীর
মুক্তিযোদ্ধা অধ্যাপক ডা. প্রাণ গোপাল দত্ত এমপি।
এসময় শিক্ষার্থীদের
হাতে বঙ্গবন্ধুর অসমাপ্ত আত্মজীবনী ও স্বাধীনতা পদকপ্রাপ্ত অধ্যাপক ডা.
প্রাণ গোপাল দত্তের লিখা 'আমার যত কথা" বই উপহার দেয়া হয়।
প্রধান অতিথির
বক্তৃতায় প্রাণ গোপাল দত্ত এমপি বলেন- প্রতিটি শিক্ষার্থী এক একটি ফুল। এই
ফুলের যতœ নেয়া সকলের দায়িত্ব। তিনি শিক্ষার্থীদের উদ্দেশ্য করে বলেন-
লেখাপড়া শিখে উজ্জ্বল ভবিষ্যৎ গড়তে চাইলে প্রয়োজন ছাড়া মোবাইল ব্যবহার বন্ধ
রাখতে হবে। উচ্চ শিক্ষিত হয়ে মানবিক মানুষ হওয়ার আহবান জানান তিনি।
উপজেলা
নির্বাহী অফিসার (ইউএনও) তাপস শীলের সভাপতিত্বে প্রধান আলোচক ছিলেন
কুমিল্লা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর মো.
জামাল নাছের।
বিশেষ অতিথির বক্তৃতা করেন চান্দিনা উপজেলা পরিষদ
চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা তপন বকসী, পৌর মেয়র মো. শওকত হোসেন ভূইয়া,
উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান সাফিয়া আক্তার, উপজেলা সহকারী কমিশনার (ভূমি)
উম্মে হাবিবা মজুমদার, থানা অফিসার ইনচার্জ (ওসি) মো. সাহাবুদ্দীন খান,
উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার শাহ জালাল।
উপজেলা পল্লী উন্নয়ন
কর্মকর্তা মোঃ আবু জাফর এর সঞ্চালনায় অন্যদের মধ্যে বক্তৃতা করেন জোয়াগ
ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ইঞ্জি. আব্দুল আউয়াল, চান্দিনা সরকারি মডেল পাইলট
উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক এমদাদুল হক, বদরপুর নেছারিয়া
ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ মাও. আব্দুল হাই, শিক্ষক প্রতিনিধি, অভিভাবক ও
শিক্ষার্থীবৃন্দ।