বৃহস্পতিবার ৭ ডিসেম্বর ২০২৩
২৩ অগ্রহায়ণ ১৪৩০
কুমিল্লায় জব্দ করা আলু সরকা‌রি দামে বি‌ক্রি
তানভীর দিপু
প্রকাশ: শনিবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৩, ৬:৩৯ পিএম আপডেট: ২৩.০৯.২০২৩ ৬:৪৭ পিএম |

কুমিল্লায় জব্দ করা আলু সরকা‌রি দামে বি‌ক্রিকুমিল্লার চকবাজার থেকে রশিদ ছাড়া ১০৮ বস্তা আলু জব্দ করে তাৎক্ষনিক ও ট্রাক দিয়ে নগরীর ৩টি পয়েন্টে সরকা‌রি রে‌টে বি‌ক্রি করে দিয়েছে ভোক্তা অ‌ধিদপ্ত‌র- কুমিল্লা। ৩৫ টাকা কেজি খুচরা দরে এসব আলু বিক্রি করা হয়। শনিবার নগরীর চকবাজারে অভিযান পরিচালনা করে ২ টি প্রতিষ্ঠানকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে। 

 জাতীয় ভোক্তা অ‌ধিকার সংরক্ষণ অ‌ধিদপ্তর কুমিল্লার সহকারী পরিচালক আছাদুল ইসলাম জানান, কুমিল্লা জেলা কার্যাল‌য়ের উ‌দ্যো‌গে কু‌মিল্লার চকবাজার পাইকা‌রি বাজা‌রে ম‌নিট‌রিং কার্যক্রম প‌রিচালনা করা হয়। এ সময় তা‌দের মজুদ, ক্রয় ভাউচার ও বেচা-‌বিক্রির তথ‌্য যাচাই করা হয়। অ‌ভিযা‌নে দেখা যায়, মেসার্স অর‌বিন্দ এন্টারপ্রাই‌জে ব‌সে বগুড়া ও চাপাইনবাবগঞ্জ এলাকার ভাউচার  নকল করা হ‌চ্ছে এবং নি‌জে‌দের ম‌তো রেট ব‌সি‌য়ে দাম নির্ধারণ করা হ‌চ্ছে এ সময় টি‌মের উপ‌স্থি‌তি দে‌খে একজন দৌঁড়ে পা‌লি‌য়ে  যায়। ক্রয়ের বৈধ কোন প্রমাণক/ভাউচার প্রদর্শন কর‌তে না পারায় গোডাউনে র‌ক্ষিত ১০৮ বস্তা (৬,৪৮০ কে‌জি) আলু জব্দ ক‌রে স‌রকার নির্ধা‌রিত রেট ৩৫ টাকায় বি‌ক্রি ক‌রে দেওয়া হয়। এর ম‌ধ্যে ১৯ বস্তা আলু বাজা‌রে আগত খুচরা বি‌ক্রেতা‌দের নিকট এবং ৮৯ বস্তা আলু শহ‌রের বিভিন্ন স্থ‌া‌নে ট্রা‌কের মাধ‌্যমে ভোক্তা সাধার‌ণের মা‌ঝে বি‌ক্রি ক‌রে দেওয়া হয়। চকবাজার ব‌্যবসায়ী স‌মি‌তি ও কু‌মিল্লা দোকান মা‌লিক স‌মি‌তি এ বেচা-‌বি‌ক্রি কা‌জে সা‌র্বিক সহ‌যো‌গিতা ক‌রেন। এছাড়াও আজ মূল‌্য তা‌লিকা প্রদর্শন না করা এবং ক্রয়ের ভাউচার সংরক্ষণ না করায় ২‌টি প্রতিষ্ঠান‌কে ৫ হাজার টাকা জ‌রিমানা করা হয়। জ‌রিমানাকৃত প্রতিষ্ঠান দু‌টি -  হাজী ফ‌য়েজ স্টোর ৩ হাজার টাকা এবং  তমাল কৃষ্ণ সাহা ২ হাজার টাকা।  
তদার‌কি কার্যক্রমে স‌্যা‌নিটা‌রি ইন্স‌পেক্টর ইসরাইল হো‌সেন, চকবাজার ব‌্যবসায়ী স‌মি‌তি এবং জেলা পু‌লি‌শের এক‌টি টিম উপ‌স্থিত থে‌কে সা‌র্বিক সহ‌যো‌গিতা ক‌রেন। জনস্বা‌র্থে এ কার্যক্রম অব‌্যাহত থাক‌বে বলে জানায় ভোক্তা অধিকার।












সর্বশেষ সংবাদ
বিজয়ের মাস
প্রার্থিতা ফিরে পেতে কুমিল্লা অঞ্চলে ১৬ জনের আপিল
এমপি সীমার বার্ষিক আয় ৪০ লাখ ৩২ হাজার
এবার ১১০ ইউএনও বদলির প্রস্তাব ইসিতে
আজ কুমিল্লায় বিকাশ-এর আয়োজনে শুরু হচ্ছে তিন দিনের পেমেন্ট মেলা
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
দীর্ঘ ৩৪ বছর প্রবাস জীবন শেষে লাশ হয়ে বাড়ি ফিরলেন আবু হানিফ
১১০ ইউএনও বদলির প্রস্তাব ইসিতে
এক লাখ টাকা জিতে ক্যানসার আক্রান্ত শিল্পীকে দিলেন অভিনেতা
দেড় দশক পর গান গাইলেন তিশা
মহাখালীর রয়েল ফিলিং স্টেশনে আগুন
Follow Us
সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ আবুল কাশেম হৃদয় (আবুল কাশেম হৃদয়)
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ১২২ অধ্যক্ষ আবদুর রউফ ভবন, কুমিল্লা টাউন হল গেইটের বিপরিতে, কান্দিরপাড়, কুমিল্লা ৩৫০০। বাংলাদেশ।
ফোন +৮৮ ০৮১ ৬৭১১৯, +৮৮০ ১৭১১ ১৫২ ৪৪৩, +৮৮ ০১৭১১ ৯৯৭৯৬৯, +৮৮ ০১৯৭৯ ১৫২৪৪৩, ই মেইল: [email protected]
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, কুমিল্লার কাগজ ২০০৪ - ২০২২ | Developed By: i2soft