রাসেল
নিখোঁজ হয়েছে। গত ২৯ জুন ঈদুল আযহার দিন বাড়ি থেকে বের হয়ে আর ফিরে
আসেনি। সে কুমিল্লা জেলার চৌদ্দগ্রাম উপজেলার ঘোলপাশা ইউনিয়নের আমানগন্ডা
গ্রামের মৃত আলী উল্লাহ ও রোকেয়া বেগমের দ্বিতীয় ছেলে। যদি কোন সহৃদয়বান
ব্যক্তি তার খোঁজ পান তাহলে তাকে উপযুক্ত সম্মান করা হবে। যোগাযোগ করুন
০১৮২৩৪২২৭১৬-বড় ভাই, ০১৮৯২৯৬৪৯১০-মা। জানা যায়, মানুষিক ভাবে অসুস্থ্য
হওয়ায় পূর্বে ও দুইবার সে নিখোঁজ হয়েছিল। ১ম বার ফেনী জেলা থেকে মোবাইলে
খবর আসলে সেখান থেকে তার নিকট আত্মীয়রা নিয়ে আসে। দ্বিতীয়বার এলাকার লোকজন
ইলিয়টগঞ্জ এলাকায় দেখতে পেয়ে বাড়ীতে পৌছে দেয়। নিখোঁজ হওয়ার ঘটনায়
চৌদ্দগ্রাম থানায় চলতি বছরের ১৭ সেপ্টেম্বর রাসেলের মা রোকেয়া বেগম জিডি
করেছে যার নং-৯৭৬।
নিখোঁজের বিষয়ে চৌদ্দগ্রাম থানার পুলিশের উপ
পরিদর্শক ওসমান গনি জানান, নিখোঁজ রাসেলের পরিবারের সাথে গত ২০ সেপ্টেম্বর
আমার কথা হয়েছে। তার সাথে কোন মোবাইল ফোন নাই। যার কারণে আমরা তাকে
ট্র্যাক করতে পারছিনা। রাসেলের ছবি সহ বিস্তারিত তথ্য আমরা বাংলাদেশের সকল
থানায় পাঠিয়ে দিয়েছি। আমরাও ম্যানুয়ালি চেষ্টা করছি।