ডিএমপির ডেমরা থানায় নতুন ওসি
|
ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) ডেমরা থানায় অফিসার ইনচার্জ (ওসি) হিসেবে পুলিশ পরিদর্শক পদমর্যাদার এক কর্মকর্তাকে বদলি করা হয়েছে। ডিএমপির ডিবি-সাইবার স্পেশাল ক্রাইম উত্তর বিভাগের নিরস্ত্র পুলিশ পরিদর্শক মোহাম্মদ জহিরুল ইসলামকে ডেমরা থানার অফিসার ইনচার্জ (ওসি) হিসেবে বদলি করা হয়েছে। বুধবার (২০ সেপ্টেম্বর) ডিএমপি কমিশনার খন্দকার গোলাম ফারুকের স্বাক্ষরিত এক অফিস আদেশে এ বদলি করা হয়। আদেশ বলা হয়, ডিএমপির ডিবি-সাইবার স্পেশাল ক্রাইম উত্তর বিভাগের নিরস্ত্র পুলিশ পরিদর্শক মোহাম্মদ জহিরুল ইসলামকে ডেমরা থানার অফিসার ইনচার্জ (ওসি) হিসেবে বদলি করা হয়েছে। একই আদেশে ডেমরা থানার অফিসার ইনচার্জ মো. শফিকুর রহমানকে ডিবি-সাইবার স্পেশাল ক্রাইম উত্তর বিভাগে বদলি করা হয়েছে। অপর এক আদেশে ট্রাফিক-রমনা বিভাগের শহর ও যানবাহন পুলিশ পরিদর্শক মোহা. হোসেন জাকারিয়া মেননকে ট্রাফিক ওয়ারী বিভাগে বদলি করা হয়েছে।
|