শুক্রবার ২২ সেপ্টেম্বর ২০২৩
৭ আশ্বিন ১৪৩০
হৃদরোগ ছাড়াও যে কারণে হতে পারে বুকে ব্যথা
প্রকাশ: মঙ্গলবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৩, ১১:০১ এএম |

হৃদরোগ ছাড়াও যে কারণে হতে পারে বুকে ব্যথাবুকে ব্যথা হলেই অনেকেই হৃদরোগ বা হার্ট অ্যাটাক ভেবে আতঙ্কগ্রস্ত হয়ে পড়েন। তবে সব সময় কিন্তু বুকে ব্যথার কারণ হৃদরোগ নয়।

আরও বেশ কিছু কারণেও হতে পারে বুকে ব্যথা। চলুন তবে জেনে নেওয়া যাক আর কী কী কারণে বুকে ব্যথা হতে পারে-


>> বুকের পেশিতে প্রদাহ হলে বুকের ছাতির চারিদিকে ব্যথা হতে পারে। তীব্রতর হয় এই ব্যথা। এমন ব্যথা হলে ব্যক্তি রাতে ঘুমাতেও পারেন না। তাই এ ধরনের ব্যথা হলে দ্রুত চিকিৎসকের কাছে যেতে হবে।
>> খেলা, কাজ বা কোনো দুর্ঘটনাবশত বুকের হাড়ে আঘাত লাগতে পারে। এ আঘাত যদি খুব বড় হয়, তাহলে দেখা দিতে পারে অনেক সমস্যা। এক্ষেত্রেও বুকে সারাক্ষণ ব্যথা হতে পারে।


>> বুকে ব্যথার কারণ হার্টের সমস্যা ভেবে অনেকেই ডাক্তারের কাছে গিয়ে জানেন আসলে সেটি আলসারের ব্যথা। আসলে পাকস্থলীর লাইনিংয়ে কোনো প্রদাহ ঘটলে দেখা দিতে পারে এ রোগ।

সাধারণত খাবার খাওয়ার পর পেটে জ্বালা, পেট ব্যথা ইত্যাদি সমস্যাই এই রোগে দেখা যায়। আলসারের ব্যথা অনেক সময় বুকেও ওঠ। আলসার ছাড়াও গ্যাসের কারণেও এমনটি হতে পারে।


>> অত্যন্ত জটিল এক রোগ হলো অ্যাজমা। এই রোগের ক্ষেত্রে ফুসফুসে বায়ুপ্রবাহে দেখা দেয় সমস্যা। এয়ারওয়েজে প্রদাহের সৃষ্টি হয়।

এর সবচেয়ে বড় লক্ষণ হলো শ্বাসকষ্ট। এর পাশাপাশি বুকে চাপ অনুভূতও হতে পারে। অ্যাজমা রোগীদের বুকে ব্যথা হলে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নিতে হবে।


>> নিউমোনিয়ার সমস্যায় ছোট-বড় অনেকেই ভোগেন। এই রোগের ক্ষেত্রেও ফুসফুসে প্রদাহ হয়। এই প্রদাহের পেছনে ভাইরাস, ব্যাকটেরিয়াসহ অন্যান্য জীবাণুও থাকতে পারে।

জানেন কি, নিউমোনিয়ার জন্যও কিন্তু বুকে ব্য়থা হয়। পাশাপাশি থাকে জ্বর, শ্বাসকষ্ট ইত্যাদি সমস্যা। তাই যে কারণেই হোক না কেন বুকে ব্যথা হওয়ার লক্ষণ মোটেও ভলো নয়। এমনটি হলে দ্রুত চিকিৎসকের পরামর্শ নিন।

সূত্র: মেডিকেল নিউজ টুডে












সর্বশেষ সংবাদ
ফয়জুন্নেছা বালিকা উচ্চ বিদ্যালয়ের ১৫০ বছর পূর্তিতে বর্ণাঢ্য আয়োজন কুমিল্লায়
কুমিল্লা শহরকে জঞ্জালে পরিণত করা হয়েছে
‘ভোগান্তি এড়াতে’ কুমিল্লা শহরে ঢুকবে না বিএনপির রোডমার্চ
কুমিল্লায় আরো দুই ডায়গনস্টিক সেন্টার বন্ধ
ভবিষ্যৎ প্রজন্মকে একটি সুন্দর ও সমৃদ্ধ দেশ উপহার দিতে আমাদের সকলকে কাজ করতে হবে
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
কুমিল্লায় দুই প্রতিষ্ঠানকে বন্ধ ঘোষণা; সাড়ে চার লাখ টাকা জরিমানা
কুমিল্লায় পিস্তলসহ সন্ত্রাসী বুলেট গ্রেফতার
‘ভোগান্তি এড়াতে’ কুমিল্লা শহরে ঢুকবে না বিএনপির রোডমার্চ
কুমিল্লা শহরকে জঞ্জালে পরিণত করা হয়েছে
প্রফেসর মোঃ মতিউর রহমানের ইন্তেকাল
Follow Us
সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ আবুল কাশেম হৃদয় (আবুল কাশেম হৃদয়)
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ১২২ অধ্যক্ষ আবদুর রউফ ভবন, কুমিল্লা টাউন হল গেইটের বিপরিতে, কান্দিরপাড়, কুমিল্লা ৩৫০০। বাংলাদেশ।
ফোন +৮৮ ০৮১ ৬৭১১৯, +৮৮০ ১৭১১ ১৫২ ৪৪৩, +৮৮ ০১৭১১ ৯৯৭৯৬৯, +৮৮ ০১৯৭৯ ১৫২৪৪৩, ই মেইল: [email protected]
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, কুমিল্লার কাগজ ২০০৪ - ২০২২ | Developed By: i2soft