বুধবার ৪ অক্টোবর ২০২৩
১৯ আশ্বিন ১৪৩০
যাত্রিকের সেপ্টেম্বর পর্যন্ত কার্যক্রম
প্রকাশ: মঙ্গলবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৩, ১২:১০ এএম |


 

কুমিল্লার ঐতিহ্যবাহী নাট্য সংগঠন যাত্রিক নাট্য গোষ্ঠী, কুমিল্লা সেপ্টেম্বর মাস পর্যন্ত ৫ টি নাটকের ৫টি মঞ্চায়ন করে। যা নিঃসন্দেহে বাংলাদের যে কোন নাট্য দলের নাট্য চর্চায় গৌরবময় কার্যক্রম। নাটকগুলো হল শাস্তি-১, আমাদের ও দায় আছে -২, মহীয়সী নবাব ফয়জুন্নেছা -২, আমরা স্বাধীনতা চাই -৩ এবং সুবচন নির্বাসনে -১ । সম্প্রতী গত ১৬ সেপ্টম্বর শনিবার সংলাপ কুমিল্লা আয়োজিত ৩ দিনব্যাপী নাট্যোৎবের উদ্বোধনী দিনে যাত্রিক নাট্য গোষ্ঠী কুমিল্লা তাদের সুবচন নির্বাসনে নাটক সফল মঞ্চায়নের মাধ্যমে ৩০০ তম প্রদর্শনী করল। সুবচন নির্বাসনে নাটকটি ১৯৭৫ সালে যাত্রিক প্রথম মঞ্চায়নের মাধ্যমে তাদের নট্যচর্চা শুরু করে। এই নিয়ে যাত্রিক নাটক টির ২৫ তম মঞ্চায়ন করে। যাত্রিক এ পর্যন্ত ৫২ টি নাটকের ৩০০ তম প্রদর্শনী করল। নাটকটিতে ১৯৭৫ সাল থেকে বসের চরিত্রে অভিনয় করে আসছেন যাত্রিকের প্রতিষ্ঠাকালীন সদস্য ও কুমিল্লার ৮৫ বছর বয়ষ্ক খ্যাতিমান অভিনেতা মোঃ হাসিম আপ্পু।এছাড়া জজের চরিত্রে অভিনয় করেছেন অধ্যক্ষ হাসান ইমাম মজুমদার। এছাড়া নাটকের বিভিন্ন চরিত্রে অভিনয় করেছে প্রণব সাহা নান্টু, গোলাম হাসনাঈন নাঈম, কুতুবে রাব্বানী রুবেল, রবিউল বাশার খান,সাকির মুজতবা, রুকসানা আক্তার তামান্না, কে এম নাজিম ও সুসান্ত চন্দ্র চক্রবর্তী। নাটকটি রচনা করেছেন আবদুল্লাহ আল মামুন এবং নির্দেশনায় প্রণব সাহা নান্টু। নাটক মঞ্চায়নের পূর্বে বিকেল যাত্রিক আনন্দ শোভাযাত্রা করে। শোভাযাত্রায় যাত্রিকের দুই প্রতিষ্ঠাতা সদস্য মোঃ হাসিম আপ্পু ও গিয়াসউদ্দিন আহমেদকে যাত্রিকের সভাপতি অধ্যক্ষ হাসান ইমাম মজুমদার তাদের মাথায় সম্মানি মুকুট পরিধান করান। শোভাযাত্রায় উপস্থিত ছিলেন সংলাপের প্রতিষ্ঠাতা শাহজাহান চৌধুরী ও জেলা শিল্পকলা অফিসার আয়াজ মাবুদ। উভয়ই যাত্রিকের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করেন। নাটক মঞ্চায়ন ছাড়াও যাত্রিক এ বছর পদ্মা সেতু পরিদর্শন ও বঙ্গবন্ধুর সমাধিতে ফুলেল শ্রদ্ধা অপর্ণ, বঙ্গবন্ধুর জন্মদিনে ফুলের শ্রদ্ধা নিবেদনসহ আন্তর্জাতিক মাতৃভাষা দিবস, স্বাধীনতা দিবস, জাতীয় শোক দিবস, রবীন্দ্র -নজরুলের জন্ম ও মৃত্যু দিবসে ফুলেল শ্রদ্ধাঞ্জলি জানানো হয় এং বিশ্ব নারী দিবসে নারী ফোরাম কুমিল্লা আয়োজিত অনুষ্ঠানে যাত্রিক নৃত্য, গান ও নাটকের অংশ বিশেষ  পরিবেশন করা হয়। এছাড়াও বিশ্ব নাট্য দিবস উপলক্ষ শোভাযাত্রা, ইফতার, ৪৯ বর্ষে পদার্পণ উপলক্ষে মিলন-মেলার অনুষ্ঠান পালন করেছে।













সর্বশেষ সংবাদ
দুর্বৃত্তের দেওয়া আগুনে পুড়ে ঘুমন্ত দুই শিশুর মৃত্যু
আত্মঘাতী গোলে জয় নিয়ে ফিরলো রিয়াল মাদ্রিদ
প্রেমিকাকে নিয়ে সুখে থাকতে মামার বুক খালি করলেন তরুণ
কর্মক্ষেত্রে যে ৫ ভুল করবেন না
বিশ্ব প্রাণী দিবস আজ
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
অভিযানের খবরে হাসপাতাল ছেড়ে পালিয়েছে সবাই!
প্রেমিকাকে নিয়ে সুখে থাকতে মামার বুক খালি করলেন তরুণ
শেখ হাসিনার কর্মী হয়ে কাজ করতে হবে :এমপি বাহার
কাল শুরু ওয়ানডে বিশ্বকাপ, আজ থাকছে যেসব অনুষ্ঠান
কুমিল্লায় পৃথক দুর্ঘটনায় সড়কে ঝরল ২ প্রাণ
Follow Us
সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ আবুল কাশেম হৃদয় (আবুল কাশেম হৃদয়)
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ১২২ অধ্যক্ষ আবদুর রউফ ভবন, কুমিল্লা টাউন হল গেইটের বিপরিতে, কান্দিরপাড়, কুমিল্লা ৩৫০০। বাংলাদেশ।
ফোন +৮৮ ০৮১ ৬৭১১৯, +৮৮০ ১৭১১ ১৫২ ৪৪৩, +৮৮ ০১৭১১ ৯৯৭৯৬৯, +৮৮ ০১৯৭৯ ১৫২৪৪৩, ই মেইল: [email protected]
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, কুমিল্লার কাগজ ২০০৪ - ২০২২ | Developed By: i2soft