শুক্রবার ২২ সেপ্টেম্বর ২০২৩
৭ আশ্বিন ১৪৩০
হঠাৎ বন্ধ হয়ে গেল মোটরসাইকেলের হেডলাইট, ৩ বন্ধু নিহত
প্রকাশ: সোমবার, ১৮ সেপ্টেম্বর, ২০২৩, ১০:০৯ পিএম |

হঠাৎ বন্ধ হয়ে গেল মোটরসাইকেলের হেডলাইট, ৩ বন্ধু নিহতফাইল ছবি

বরগুনার পাথরঘাটায় দাঁড়িয়ে থাকা ট্রাকের সঙ্গে ধাক্কা লেগে মোটরসাইকেল আরোহী তিন বন্ধু নিহত হয়েছেন। সোমবার (১৮ সেপ্টেম্বর) সন্ধ্যা ৭টার দিকে পাথরঘাটার রায়হানপুর ইউনিয়নে পূর্ব লেমুয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। 

নিহতরা হলেন- উপজেলার রায়হানপুর ইউনিয়নের খাসতবক এলাকার বাবুল হওলাদারের ছেলে মো. রাকিব (১৮), জামিরতলা এলাকার দেলোয়ার হোসেনের ছেলে মো. সাকিব (১৮) এবং উপজেলার রুপধন এলাকার নাসির উদ্দিনের ছেলে তানভীর (২০)।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, রায়হানপুর ইউনিয়নে পূর্ব লেমুয়া এলাকায় রাস্তায় একটি ট্রাক পার্কিং করা ছিল। তিন বন্ধু মোটরসাইকেলে কাকচিড়া বাজারের উদ্দেশ্যে যাচ্ছিলেন। বৈরী আবহাওয়ার কারণে তাড়াতাড়ি গন্তব্যে পৌঁছাতে দ্রুতগতিতে মোটরসাইকেলটি চালানো হচ্ছিল। এর মধ্যে হঠাৎ তাদের মোটরসাইকেলের হেডলাইট বন্ধ হয়ে যায়। এ সময় মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাকটির সঙ্গে ধাক্কা লাগে। এতে ঘটনাস্থলেই তিন বন্ধুর মৃত্যু হয়।

এ বিষয়ে পাথরঘাটা থানা পুলিশের পরিদর্শক (তদন্ত) সাইফুল জামান বলেন, দুর্ঘটনার খবর পেয়ে আমরা ঘটনাস্থলে পরিদর্শন করি। মরদেহ উদ্ধার করে সুরতহাল শেষে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। 












সর্বশেষ সংবাদ
ফয়জুন্নেছা বালিকা উচ্চ বিদ্যালয়ের ১৫০ বছর পূর্তিতে বর্ণাঢ্য আয়োজন কুমিল্লায়
কুমিল্লা শহরকে জঞ্জালে পরিণত করা হয়েছে
‘ভোগান্তি এড়াতে’ কুমিল্লা শহরে ঢুকবে না বিএনপির রোডমার্চ
কুমিল্লায় আরো দুই ডায়গনস্টিক সেন্টার বন্ধ
ভবিষ্যৎ প্রজন্মকে একটি সুন্দর ও সমৃদ্ধ দেশ উপহার দিতে আমাদের সকলকে কাজ করতে হবে
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
কুমিল্লায় দুই প্রতিষ্ঠানকে বন্ধ ঘোষণা; সাড়ে চার লাখ টাকা জরিমানা
কুমিল্লায় পিস্তলসহ সন্ত্রাসী বুলেট গ্রেফতার
‘ভোগান্তি এড়াতে’ কুমিল্লা শহরে ঢুকবে না বিএনপির রোডমার্চ
কুমিল্লা শহরকে জঞ্জালে পরিণত করা হয়েছে
প্রফেসর মোঃ মতিউর রহমানের ইন্তেকাল
Follow Us
সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ আবুল কাশেম হৃদয় (আবুল কাশেম হৃদয়)
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ১২২ অধ্যক্ষ আবদুর রউফ ভবন, কুমিল্লা টাউন হল গেইটের বিপরিতে, কান্দিরপাড়, কুমিল্লা ৩৫০০। বাংলাদেশ।
ফোন +৮৮ ০৮১ ৬৭১১৯, +৮৮০ ১৭১১ ১৫২ ৪৪৩, +৮৮ ০১৭১১ ৯৯৭৯৬৯, +৮৮ ০১৯৭৯ ১৫২৪৪৩, ই মেইল: [email protected]
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, কুমিল্লার কাগজ ২০০৪ - ২০২২ | Developed By: i2soft