সেনা কল্যাণ ভবনের আগুন নিয়ন্ত্রণে
|
![]() সোমবার (১৮ সেপ্টেম্বর) রাত ৮টা ৫৫ মিনিটে আগুন লাগে। পরে নিয়ন্ত্রণে আসে রাত ৯টা ৪০ মিনিটে। বিষয়টি নিশ্চিত করেন ফায়ার সার্ভিসের ডিউটি অফিসার রাফি আল ফারুক। তিনি বলেন, মতিঝিলে সেনা কল্যাণ ভবনের অষ্টমতলায় আগুনের সূত্রপাত। রাত ৮টা ৫৫ মিনিটে আগুন লাগার খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট পাঠানো হয়। পরে আরও তিনটি ইউনিট যোগ দেয় আগুন নিয়ন্ত্রণে। রাত ৯টা ৪০ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে। অগ্নিকাণ্ডের ঘটনায় এখন পর্যন্ত হতাহতের কোনো খবর জানাতে পারেনি ফায়ার সার্ভিসের এই কর্মকর্তা। এছাড়া আগুনের সূত্রপাত ও ক্ষয়ক্ষতির পরিমাণও প্রাথমিকভাবে জানা যায়নি।
|