বুধবার ৪ অক্টোবর ২০২৩
১৯ আশ্বিন ১৪৩০
৪ দিনের রাশিয়া সফরে চীনা পররাষ্ট্রমন্ত্রী
প্রকাশ: সোমবার, ১৮ সেপ্টেম্বর, ২০২৩, ৮:১৮ পিএম |

৪ দিনের রাশিয়া সফরে চীনা পররাষ্ট্রমন্ত্রীফাইল ছবি: রয়টার্স
চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ইয়ি সোমবার চার দিনের রাশিয়া সফর শুরু করেছেন। তার এই সফরে দুই দেশ দ্বিপক্ষীয় রাজনৈতিক আস্থার প্রতি অঙ্গীকার জোরদার এবং অক্টোবরে বেইজিংয়ে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সম্ভাব্য সফরের প্রস্তুতি নেওয়া হতে পারে। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে।

চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের পাশাপাশি ওয়াং ক্ষমতাসীন কমিউনিস্ট পার্টির পররাষ্ট্র বিষয়ক প্রধান। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়েছে, সফরে তিনি রাশিয়ার নিরাপত্তা কাউন্সিলের সেক্রেটারি নিকোলাই পাত্রুশেভের সঙ্গে বার্ষিক নিরাপত্তা আলোচনায় যোগ দেবেন।

গত সপ্তাহে রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছিল, চীনা কূটনীতিক বিভিন্ন ইস্যুতে রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভের সঙ্গে বৈঠক করবেন।

ধারণা করা হচ্ছে, এই সফরে পুতিনের চীন সফর নিয়ে প্রস্তুতিমূলক কাজ  সম্পন্ন করবেন তিনি। মার্চে মস্কো সফরকালে পুতিনকে আমন্ত্রণ জানিয়েছিলেন  চীনা প্রেসিডেন্ট শি জিনপিং। এর আগে ২০১৭ ও ২০১৯ সালে বেল্ট অ্যান্ড রোড ফোরামে হাজির হয়েছিলেন পুতিন।

কিন্তু ইউক্রেনে যুদ্ধাপরাধে আন্তর্জাতিক অপরাধ আদালত (আইসিসি) গ্রেফতারি পরোয়ানা জারি করার পর বিদেশ সফর করেননি পুতিন। ১ সেপ্টেম্বর তিনি বলেছিলেন, শিগগিরই শি জিনপিংয়ের সঙ্গে বৈঠকের ব্যাপারে আশাবাদীতিনি। কিন্তু তিনি চীন সফর করবেন বলে নির্দিষ্টভাবে উল্লেখ করেননি।

আইসিসির গ্রেফতারি পরোয়ানা মানতে বাধ্য রোম স্ট্যাটিউট স্বাক্ষরকারী ১২৩টি দেশ। চীন অবশ্য এই স্ট্যাটিউটে স্বাক্ষর করেনি।












সর্বশেষ সংবাদ
নির্বাচন কমিশন নিষ্ঠা ও আন্তরিকতার সঙ্গে কাজ করে যাচ্ছে: সিইসি
পুলিশ হেফাজতে দুদকের অবসরপ্রাপ্ত কর্মকর্তার মৃত্যু
প্রথম ম্যাচের ভেন্যুতে পৌঁছেছে বাংলাদেশ
নোয়াখালীতে সিএনজি চালককে পিটিয়ে হত্যা
রোহিঙ্গা ক্যাম্পে গোলাগুলিতে ২ জন নিহত
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
প্রেমিকাকে নিয়ে সুখে থাকতে মামার বুক খালি করলেন তরুণ
অভিযানের খবরে হাসপাতাল ছেড়ে পালিয়েছে সবাই!
কাল শুরু ওয়ানডে বিশ্বকাপ, আজ থাকছে যেসব অনুষ্ঠান
দুর্বৃত্তের দেওয়া আগুনে পুড়ে ঘুমন্ত দুই শিশুর মৃত্যু
নোবেল জয়ের কল পেয়ে অধ্যাপক অ্যানি বললেন ‘আমি ব্যস্ত, ক্লাস নিচ্ছি’!
Follow Us
সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ আবুল কাশেম হৃদয় (আবুল কাশেম হৃদয়)
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ১২২ অধ্যক্ষ আবদুর রউফ ভবন, কুমিল্লা টাউন হল গেইটের বিপরিতে, কান্দিরপাড়, কুমিল্লা ৩৫০০। বাংলাদেশ।
ফোন +৮৮ ০৮১ ৬৭১১৯, +৮৮০ ১৭১১ ১৫২ ৪৪৩, +৮৮ ০১৭১১ ৯৯৭৯৬৯, +৮৮ ০১৯৭৯ ১৫২৪৪৩, ই মেইল: [email protected]
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, কুমিল্লার কাগজ ২০০৪ - ২০২২ | Developed By: i2soft