বুধবার ৪ অক্টোবর ২০২৩
১৯ আশ্বিন ১৪৩০
পরীক্ষার হলে সন্তান প্রসব করলেন পরীক্ষার্থী
প্রকাশ: বুধবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৩, ১২:১৭ এএম |


নান্দাইল উপজেলার ঘোষপালা ফাজিল মাদরাসা কেন্দ্রে পরীক্ষা চলাকালিন প্রসব ব্যাথা ওঠে সুইটি আক্তার (৩০) নামে এক পরীক্ষার্থীর। এ সময় কেন্দ্রের বারান্দাতেই প্রয়োজনীয় নিরাপত্তায় এক কন্যা সন্তানের জন্ম দেন ওই পরীক্ষার্থী।
মঙ্গলবার (১২ সেপ্টেম্বর) দুপুরে ওই পরীক্ষা কেন্দ্রে এই ঘটনাটি ঘটে।
এ ঘটনায় ওই পরীক্ষার্থী ও তাঁর নবজাতককে তাৎক্ষণিক উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠান সংশ্লিষ্ট কেন্দ্র সচিব আবুল হাসান মো. এনামুল হক। পরে স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে কর্তব্যরত শিশু চিকিৎসক মো. খাইরুল আলম সিদ্দিক রায়হান তাদের পরীক্ষা-নিরীক্ষা করে উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন।
চিকিৎসক মো. খাইরুল আলম সিদ্দিক রায়হান বলেন, নির্দিষ্ট সময়ের আগেই বাচ্চার জন্ম হওয়ায় নবজাতকটি ঝুঁকির মধ্যে রয়েছে। তার ওজন এক কেজি ৬০০ গ্রাম।
কেন্দ্র সচিব আবুল হাসান মো. এনামুল হক জানান, পরীক্ষা শুরু হওয়ার দুই ঘণ্টা পর ওই ছাত্রীর প্রসব ব্যাথা শুরু হয়। এই সময় বাথরুমের যাওয়ার জন্য নিচ তলায় নামতে গেলে বারান্দাতেই এক কন্যা সন্তানের জন্ম দেয় পরীক্ষার্থী সুইটি। পরে সুইটির স্বামীকে খবর পাঠালে তিনি দ্রুত কেন্দ্রে এসে নবজাতকসহ স্ত্রীকে হাসপাতালে নিয়ে যান।    
জানা যায়, সুইটি আক্তার উপজেলার নিবিয়াঘাটা মাদরাসার শিক্ষার্থী। সে এইবার উপজেলার ঘোষপালা ফাজিল মাদরাসা কেন্দ্রে ইসলামি ইতিহাস পরীক্ষা দিচ্ছিল। সে কেন্দুয়া উপজেলার সান্দিকোনা ইউনিয়নের বালুরচর গ্রামের মো. ইমদাদুল হকের স্ত্রী।












সর্বশেষ সংবাদ
নোবেল জয়ের কল পেয়ে অধ্যাপক অ্যানি বললেন ‘আমি ব্যস্ত, ক্লাস নিচ্ছি’!
ঢাকাসহ ১৭ অঞ্চলে ঝড়-বৃষ্টির পূর্বাভাস
যুক্তরাষ্ট্র-যুক্তরাজ্য সফর শেষে দেশে ফিরলেন প্রধানমন্ত্রী
দুর্বৃত্তের দেওয়া আগুনে পুড়ে ঘুমন্ত দুই শিশুর মৃত্যু
আত্মঘাতী গোলে জয় নিয়ে ফিরলো রিয়াল মাদ্রিদ
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
প্রেমিকাকে নিয়ে সুখে থাকতে মামার বুক খালি করলেন তরুণ
অভিযানের খবরে হাসপাতাল ছেড়ে পালিয়েছে সবাই!
কাল শুরু ওয়ানডে বিশ্বকাপ, আজ থাকছে যেসব অনুষ্ঠান
দুর্বৃত্তের দেওয়া আগুনে পুড়ে ঘুমন্ত দুই শিশুর মৃত্যু
বিয়ের পরদিন বাসের ধাক্কায় প্রাণ গেল পুলিশ কর্মকর্তার
Follow Us
সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ আবুল কাশেম হৃদয় (আবুল কাশেম হৃদয়)
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ১২২ অধ্যক্ষ আবদুর রউফ ভবন, কুমিল্লা টাউন হল গেইটের বিপরিতে, কান্দিরপাড়, কুমিল্লা ৩৫০০। বাংলাদেশ।
ফোন +৮৮ ০৮১ ৬৭১১৯, +৮৮০ ১৭১১ ১৫২ ৪৪৩, +৮৮ ০১৭১১ ৯৯৭৯৬৯, +৮৮ ০১৯৭৯ ১৫২৪৪৩, ই মেইল: [email protected]
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, কুমিল্লার কাগজ ২০০৪ - ২০২২ | Developed By: i2soft