শুক্রবার ৮ নভেম্বর ২০২৪
২৪ কার্তিক ১৪৩১
লন্ডনের টেম্‌স নদীতে ঢাবি অ্যালামনাইদের নৌ-বিহার
প্রকাশ: মঙ্গলবার, ১২ সেপ্টেম্বর, ২০২৩, ১২:৪৯ পিএম |

লন্ডনের টেম্‌স নদীতে ঢাবি অ্যালামনাইদের নৌ-বিহারলন্ডনের ঐতিহাসিক টেম্‌স নদীতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অ্যালামনাইদের নিয়ে নৌ-বিহারের আয়োজন করেছে যুক্তরাজ্যে বসবাসরত ঢাবি অ্যালামনাইদের সংগঠন ঢাকা বিশ্ববিদ্যালয় ক্লাব ইউকে। ১০ সেপ্টেম্বর, রবিবার লন্ডনের টেম্পল পিয়ার থেকে অভিজাত নৌবহর 'গ্লোন্ডেন সানরাইজ' যাত্রা শুরু করে। প্রায় আড়াই শতাধিক অ্যালামনাই এবং তাদের পরিবারের সদস্যরা নৌ-বিহারে অংশ নেয়। ইংল্যান্ডের বিভিন্ন শহর থেকে আসা অ্যালামনাইদের অংশগ্রহণে টেমস নদীতে জমে উঠে প্রানবন্ত আড্ডা।লন্ডনের টেম্‌স নদীতে ঢাবি অ্যালামনাইদের নৌ-বিহার সাংবাদিক তানভীর আহমেদের পরিচালনায় অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখেন ঢাকা বিশ্ববিদ্যালয় ক্লাব ইউকের পরিচালানা পরিষদের সদস্য ও থার্ড সেক্টর কন্সালটেন্ট বিধান গোস্বামী ও পৃষ্ঠপোষক প্রতিনিধি হৃদমিক স্কিলের প্রধান নির্বাহী রুহুল আমীন, হৃদমিক স্কিলের ব্যবস্থাপনা পরিচালক টিউলিপ সুলতানা, প্রিন্ট ব্রিটানিয়ার স্বত্ত্বাধিকারী আমিনুল হাই,  শওগত আলী বেনু সহ সিনিয়র অ্যালামনাইরা। নৌ-বিহারে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আইন মন্ত্রনালয়ের ডেপুটি সেক্রেটারী ঢাকা বিশ্ববিদ্যালয়ের অ্যালামনাই এস এম শাফায়েত হোসেন। অনুষ্ঠানে ক্লাবের পক্ষ থেকে চিত্রাঙ্কন ও কুইজ প্রতিযোগিতায় বিজয়ীদের পুরস্কার ছাড়াও পৃষ্ঠপোষক প্রতিনিধিদের শুভেচ্ছা স্মারক তুলে দেওয়া হয়।

শিশু-কিশোরদের অংশগ্রহণে 'আই লাভ লন্ডন' শীর্ষক চিত্রাঙ্কন প্রতিযোগিতার সমন্বয়কারী হিসেবে দায়িত্ব পালন করেন ঢাকা বিশ্ববিদ্যালয় ক্লাব ইউকের পরিচালনা পরিষদের সদস্য ঝুমুর দত্ত, পলি জাহান, শায়লা শিমলা, ফাতেহা পলি, শাহীনা জেবিন ও ফাতেমা লিলি সহ অন্যরা। ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের সাবেক শিক্ষার্থী ও ঢাকা বিশ্ববিদ্যালয় ক্লাব ইউকের পরিচালনা পরিষদের সদস্য শিল্পী মাসুদ মিজান অপর দুই বিচারক এসকে তানভীর ফয়সল ও সালমা বেগম সীমাকে নিয়ে চিত্রাঙ্কন প্রতিযোগিতায় বিজয়ীদের নাম ঘোষণা করেন।

কুইজ পর্বের সমন্বয়কারী হিসেবে দায়িত্ব পালন করেন ক্লাবের পরিচালনা পরিষদের সদস্য ব্যারিস্টার কাজী আশিকুর রহমান, ব্যারিস্টার চৌধুরী হাফিজুর রহমান, এ্যাডভোকেট মুজাহিদুল ইসলাম ও গোলাম ফারুকুজ্জামান।

অনুষ্ঠানে অতিথি শিল্পী হিসেবে সঙ্গীত পরিবেশন করেন লাবনী বড়ুয়া, মিলন বিশ্বাস ও ইমতিয়াজ হোসেন সবুজ। অ্যালামনাইদের মধ্য থেকে সঙ্গীত পরিবেশন করেন আজিজুর রহমান, মনসুরুল করিম পিয়াস সহ অন্যরা।

নৌ-বিহারে সত্তরের দশকের অ্যালামনাই এম এ রশীদ ছাড়াও পরিচালনা পরিষদের অপর সদস্যদের মধ্যে উপস্থিত ছিলেন, সারোয়ার-ই আলম, প্রদীপ মজুমদার, চিরঞ্জিৎ মজুমদার, রথীন্দ্র গোস্বামী, হারুনুর রশীদ, তাসলিমা মীরা, আরিফুর রহমান, হিমিকা ইমাম, আনিসুর রহমান, শাফকাত সাইয়েদ, চৈতী রায়, লাবনী রেজা, ইশরাত জাহান, মোহাম্মদ আবদুল মতিন চৌধুরী, আলমগীর শাহরিয়ার, মোহাম্মদ কামরুল হাসান, জাহাঙ্গীর হোসেন, কামরুন নাহার মেডোরা, মোহাম্মদ আবদুল্লাহ আল হাদী, শিপরা বাবলা, মমতাজ আক্তার, মোহাম্মদ জিয়াউল হক, রাশেদ মামুন, মাহমুদা চৌধুরী, মানির চৌধুরী, আলমগীর কবির ও নূর মোহাম্মদ চৌধুরী সহ অন্যরা।লন্ডনের টেম্‌স নদীতে ঢাবি অ্যালামনাইদের নৌ-বিহার

রৌদ্রোজ্জ্বল বিকেলে টেমস নদীতে নৌ-বিহারে অংশ নেওয়া অ্যালামনাইরা জানিয়েছেন এধরণের আয়োজনের মাধ্যমে দীর্ঘ বিরতির পর বিশ্ববিদ্যালয় জীবনের অনেক সতীর্থদের তারা খুঁজে পেয়েছেন। সামনের দিনগুলোতে এ ধরণের উদ্যোগের ধারবাহিকতা অব্যাহত থাকবে বলে জানিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্লাব ইউকে।












সর্বশেষ সংবাদ
নতুন বইয়ের বর্ণিল নতুন বছর
নৌকায় ভোট নিতে ভাতার কার্ড আটকে রাখার অভিযোগ
শান্তির নোবেলজয়ী থেকে দণ্ডিত আসামি
শ্রমিক ঠকানোর দায়ে নোবেলজয়ী ইউনূসের ৬ মাসের সাজা
ইস্টার্ন মেডিকেল কলেজ, কুমিল্লা অধ্যক্ষ পদে অধ্যাপক ডাঃ রুহিনী কুমার দাস এর দায়িত্ব গ্রহণ
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
গাড়ির ধাক্কায় মোটরসাইকেল আরোহী দুই বন্ধু নিহত
বরুড়ায় শ্রমিকদল নেতাকে ছুরিকাঘাত
অর্ধেক দামে ফ্রিজ বিক্রি করছেন ফ্রিজ প্রতীকের প্রার্থী
বাড়ির জন্য কেনা জমিতে বিদ্যুৎস্পৃষ্টে মারা যাওয়া একই পরিবারের ৪ জনের কবর
৫৫ কেজি সোনা চুরি, ফের রিমান্ডে দুই রাজস্ব কর্মকর্তা
Follow Us
সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ আবুল কাশেম হৃদয় (আবুল কাশেম হৃদয়)
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ১২২ অধ্যক্ষ আবদুর রউফ ভবন, কুমিল্লা টাউন হল গেইটের বিপরিতে, কান্দিরপাড়, কুমিল্লা ৩৫০০। বাংলাদেশ।
ফোন +৮৮ ০৮১ ৬৭১১৯, +৮৮০ ১৭১১ ১৫২ ৪৪৩, +৮৮ ০১৭১১ ৯৯৭৯৬৯, +৮৮ ০১৯৭৯ ১৫২৪৪৩, ই মেইল: [email protected]
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, কুমিল্লার কাগজ ২০০৪ - ২০২২