
দাউদকান্দিতে
ছিনতাইকারী চক্রের ৬ সদস্যকে গ্রেফতার করেছে মডেল থানা পুলিশ। বৃহস্পতিবার
দুপুরে প্রেস ব্রিফিংয়ের মাধ্যমে এ তথ্য জানান দাউদকান্দি মডেল থানার
অফিসার ইনচার্জ মুহাম্মদ আলমগীর ভূঞা।
গ্রেফতারকৃতরা হলো, দাউদকান্দি
পৌর সদরের পশ্চিম মাইজপাড়া গ্রামের মানিক মিয়ার ছেলে মোঃ রাকিব (২৩),
সবজিকান্দি গ্রামের মৃত আব্দুর রাজ্জাকের ছেলে মোঃ জয় (২৫), তুজারভাঙ্গা
গ্রামের মঞ্জু মিয়ার ছেলে শান্ত (২৫), উত্তর সতান্দী গ্রামের মৃত মন্টু
মিয়ার ছেলে সোহাগ (২৮), সবজীকান্দি গ্রামের মমিন মিয়ার ছেলে জাহিদ হাসান
(২৫) এবং দোনারচর গ্রামের আলাউদ্দিন (৩০)৷
বুধবার রাতে দাউদকান্দি পৌর
সভার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। পুলিশ তাদের কাছ
থেকে ছিনতাই হওয়া দুটি মোবাইল সেট, একটি ড্রোন, নগদ টাকা ও তিনটি ক্রেডিট
কার্ড উদ্ধার করে।
পুলিশ জানায়, গত মঙ্গলবার রাতে জনৈক জেড এম তৌকি
ইয়াসির তার স্ত্রীকে নিয়ে মোটরসাইকেল যুগে যাওয়ার পথে মহাসড়কের দাউদকান্দির
গাজীপুর এলাকায় দুই ছিনতাইকারীর কবলে পড়েন। ছিনতাইকারীরা চাক্কু দেখিয়ে
মোটরসাইকেলের সামনে থাকা মোবাইল ফোন, সাথে থাকা টাকা, ভিসা কার্ড, মাস্টার
কার্ড এবং তার স্ত্রীর মোবাইল সেট নিয়ে যায়। ছিনতাইয়ের দৃশ্যটি মোটরসাইকেল
চালকের মাথার হেলমেটে থাকা সিসি ক্যামেরায় রেকর্ড হয়। পুলিশ ওই রেকর্ডের
সূত্র ধরে মোঃ রাকিব ও মোঃ জয় নামে দুজনকে নিজ বাড়ি থেকে আটক করে। তাদের
দেয়া তথ্যমতে এলাকার শান্ত ও জাহিদ হাসানের কাছ থেকে ছিনতাইকৃত মালামাল
উদ্ধার করেন। একই রাতে তুজারভাঙ্গা বাগান বাড়ি এলাকায় আরেকটি ছিনতাইয়ের
ঘটনায় একজনকে গ্রেফতার করা হয়েছে। এটিও স্থানীয় বাড়ীতে থাকা সিসি ক্যামেরার
ফুটেজ দেখে সনাক্ত করা হয়।
দাউদকান্দি মডেল থানার অফিসার ইনচার্জ
মুহাম্মদ আলমগীর ভূঞা জানান, গ্রেফতারকৃতরা ছিনতাইকারী চক্রের সক্রিয়
সদস্য। তাদের প্রত্যেকের নামে ছিনতাই ও ডাকাতির প্রস্তুতিসহ একাধিক মামলা
রয়েছে। মামলা দায়েরের পর আসামীদের কুমিল্লা জেল হাজতে প্রেরণ করা হয়েছে।