
স্টাফ
রিপোর্টার।। কুমিল্লার লালমাই উপজেলার যুবদলের আহ্বায়ক কমিটি ঘোষণা করায়
নেতৃবৃন্দরা আনন্দ র্যালী বের করে। এতে লালমাই থানা পুলিশ বাধা দেয় । ২৫
মে বৃহস্পতিবার বিকেলে উপজেলার শাঁনিচো বাজার থেকে নেতা-কর্মীরা মিছিল বের
করলে তাঁদের বাধা দেন পুলিশ। বাধা উপেক্ষা করে কুমিল্লা-নোয়াখালী মহাসড়ক
থেকে আলীশ্বর দিকে গিয়ে মিছিল শেষ হয়।
যুবদলের কয়েকজন নেতা বলেন,
শাঁনিচো বাজার থেকে একটি র্যালী নিয়ে বের হওয়ার পথে পুলিশ তাঁদের বাধা
দেন। এ সময় উপজেলা যুবদলের আহ্বায়ক এম জাবের আহমেদ জাবেদ ও সদস্য সচিব
মাহফুজুর রহমানসহ নেতাদের সঙ্গে পুলিশের সাথে বাকবিতণ্ডা হয়। পরে মিছিলটি
মহাসড়কের আলীশ্বরে প্রদক্ষিণ শেষে শাঁনিচো স্কুলের সামনে এসে শেষ করে।
উপজেলা
যুবদলের আহ্বায়ক এম জাবের আহমেদ জাবেদ ও সদস্য সচিব মাহফুজুর রহমান অভিযোগ
করে বলেন, বহুল প্রতিক্ষিত লালমাই উপজেলার নবগঠিত যুব দলের আহ্বায়ক কমিটি
ঘোষনা করায় দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, বিএনপির কেন্দ্রীয়
নির্বাহী কমিটির প্রভাবশালী সদস্য কুমিল্লা - ১০ নির্বাচনী গণমানুষের নেতা
আলহাজ্ব মোবাশ্বর আলম ভূইয়া, যুব দল কেন্দ্রীয় সভাপতি সুলতান সালাউদ্দিন
টুুকু ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক সফিকুল ইসলাম মিল্টন, কুমিল্লা দক্ষিণ
জেলা যুবদলের আহ্বায়ক হাজী আনোয়ারুল হক ও সদস্য সচিব ফরিদ উদ্দিন শিবলুকে
অভিনন্দন জানিয়ে আমরা একটি শান্তিপূর্ণ আনন্দ র্যালী বের করি। এতে পুলিশ
আমাদের শান্তিপূর্ণ র্যালীতে বাধা দেয়।
এ সময় উপস্থিত ছিলেন, যুগ্ম
আহ্বায়ক হাবিবুর রহমান মজুমদার, মনির হোসেন, ইকবাল হোসেন মজুমদার, ডা.
মহিন, খান খোকন, সোহেল রানা, মো: রুবেল, আরিফ বিল্লাহ।আর সদস্যদের মধ্যে
উপস্থিত ছিলেন জহিরুল ইসলাম, খোরশেদ আলম সোহেল, আলম, জাফর, খোরশেদ আলম, মো:
জাফর, মিলন, কালাম, জিলানী, নাছির, শাহআলম ( বেলঘর উত্তর), আলমগীর, চারু,
হাব্বাব, শাহেদ। আরও উপস্থিত ছিলেন পেরুল উত্তর ইউনিয়ন যুবদল নেতা আরিফুল
ইসলাম, মনির হোসেন, ইঞ্জিনিয়ার রবিউল ইসলাম, শাহাদাত, ফারুক,বেলঘর উত্তর
ইউনিয়নের মিজানুর রহমান, সুমন,মনির আহাম্মেদসহ ৯টি ইউনিয়নের যুবদলের
নেতৃবৃন্দ।
লালমাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হানিফ বলেন,
যুবদলের র্যালীতে কোনো বাধা দেওয়া হয়নি। তারা একটি আনন্দ মিছিল করে স্থান
ত্যাগ করে।