আমার মা নির্বাচিত হয়েছেন, আমি সব সেন্টারে খবর নিয়ে জানতে পেরেছি’
|
![]() তিনি বলেন, আমার মা নির্বাচিত হয়েছেন। আমি সব সেন্টার খবর নিয়ে জানতে পেরেছি। ফলাফল নিয়ে যদি ছিনিমিনি খেলা হয় তাহলে আমরা মানব না। আমি গাজীপুরের গার্মেন্টস মালিক, কর্মী ও জনগণকে বলব যদি ছিনিমিনি হয় তাহলে আপনারা প্রতিবাদ করবেন। প্রত্যেক আসনে তার মা জয়লাভ করেছেন বলে জানিয়ে জাহাঙ্গীর বলেন, ইভিএমে ভোট শেষ হয়েছে ৪টায়। এতক্ষণ ফলাফল দিতে লাগে না। অনেক কেন্দ্রের কাউন্সিলরদের ফলাফল দেয়া হয়েছে। এসময় জাহাঙ্গীর আরও বলেন, মেশিনের সফট কপি আমাকে দিতে হবে। দরকার হলে সিসিটিভির ফুটেজ দেখব। আমি নির্বাচন কমিশনকে সহায়তা করতে চাই। সরকারের লোকদের আহ্বান জানিয়ে জাহাঙ্গীর বলেন, এই জায়গায় নির্বাচন নিয়ে যেন কোন ছিনিমিনি খেলা না হয়। প্রধানমন্ত্রীর কাছে আমি ন্যায় বিচার পাব বলে আশা করছি। আজ জনগণ তার প্রমাণ দিয়েছে।
|