শনিবার ৩ জুন ২০২৩
২০ জ্যৈষ্ঠ ১৪৩০
এশিয়া লায়ন্সের শিরোপা জয়, ফাইনালসেরা রাজ্জাক
প্রকাশ: বুধবার, ২২ মার্চ, ২০২৩, ১২:০৮ এএম |


কাতারের দোহায় অনুষ্ঠিত হয়ে গেল লিজেন্ডস লিগ ক্রিকেট-২০২৩। সাবেক ক্রিকেটারদের এই টুর্নামেন্টে অংশ নিয়েছিল তিনটি দল―এশিয়া লায়ন্স, ইন্ডিয়া মহারাজাস ও ওয়ার্ল্ড জায়ান্টস। সোমবার ফাইনালে ওয়ার্ল্ড জায়ান্টসকে ৭ উইকেটে উড়িয়ে দিয়ে শিরোপা জিতেছে এশিয়া লায়ন্স। শহীদ আফ্রিদির নেতৃত্বাধীন এশিয়া লায়ন্স দলের হয়ে খেলেছেন বাংলাদেশের সাবেক বাঁহাতি স্পিনার আব্দুর রাজ্জাক।
ফাইনালে ওয়ার্ল্ড জায়ান্টসের দেওয়া ১৪৮ রানের লক্ষ্যে ৭ উইকেট ও ২৩ বল হাতে রেখে পৌঁছে যায় এশিয়া লায়ন্স। ওপেনার তিলকরত্নে দিলশান ৫৮ ও উপুল থারাঙ্গা ৫৭ রানের ইনিংস খেলেন। এর আগে টসে জিতে ব্যাট করতে নেমে আব্দুর রাজ্জাকের স্পিন-ঘূর্ণির সামনে বিপাকে পড়েন ওয়ার্ল্ড জায়ান্টসের ব্যাটাররা। মাত্র ১৯ রানেই শীর্ষ তিন ব্যাটারকে হারায় তারা। ১৭ রান করা ওপেনার লেন্ডল সিমন্স রান আউটের শিকার হন। আর মরনে ভ্যান উইক ও অধিনায়ক শেন ওয়াটসন আউট হন রাজ্জাকের স্পিনে। দুজনই মেরেছেন ‘ডাক’। ওয়াটসন হয়েছেন এলবিডাব্লিউয়ের শিকার আর ভ্যান উইক হয়েছেন বোল্ড।
৪ ওভারে মাত্র ১৪ রানের বিনিময়ে রাজ্জাক পান ২টি উইকেট। তবে জ্যাক ক্যালিসের অপরাজিত ৭৮ ও রস টেইলরের ৩২ রানের কল্যাণে ১৪৭ রানের সংগ্রহ পায় ওয়ার্ল্ড জায়ান্টস। দারুণ বোলিংয়ের জন্য ম্যাচসেরা বা ‘লিজেন্ড অব দ্য ম্যাচ’ হয়েছেন আব্দুর রাজ্জাক। উপুল থারাঙ্গা জিতেছেন ‘লিজেন্ড অব দ্য টুর্নামেন্ট’-এর পুরস্কার।













সর্বশেষ সংবাদ
সীমানা ভাগ হয়েছে, হৃদয় ভাগ হয়নি
সাবেক মন্ত্রী আফছারুল আমিন এর মৃত্যুতে মাগফিরাত কামনা
চৌদ্দগ্রামে র‌্যাবের অভিযানে ৫৫কেজি গাঁজাসহ আটক২
নবাব ফয়জুন্নেছার বাড়িকে জাদুঘর বানানো হবে--সংস্কৃতি প্রতিমন্ত্রী কে.এম. খালিদ
ব্রাহ্মণপাড়ায় বিপুল পরিমাণ অবৈধ ভারতীয় পণ্য ও মাদকসহ সাতজন গ্রেপ্তার
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
সীমানা ভাগ হয়েছে, হৃদয় ভাগ হয়নি
চার স্তম্ভে দাঁড়াবে স্মার্ট বাংলাদেশ
ভাতিজাদের মারধরে চাচার আত্মহত্যা
দাউদকান্দিতে সঙ্ঘবদ্ধ চক্রের ৬ ছিনতাইকারী গ্রেফতার
সহসা কমছে না গরম
Follow Us
সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ আবুল কাশেম হৃদয় (আবুল কাশেম হৃদয়)
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ১২২ অধ্যক্ষ আবদুর রউফ ভবন, কুমিল্লা টাউন হল গেইটের বিপরিতে, কান্দিরপাড়, কুমিল্লা ৩৫০০। বাংলাদেশ।
ফোন +৮৮ ০৮১ ৬৭১১৯, +৮৮০ ১৭১১ ১৫২ ৪৪৩, +৮৮ ০১৭১১ ৯৯৭৯৬৯, +৮৮ ০১৯৭৯ ১৫২৪৪৩, ই মেইল: [email protected]
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, কুমিল্লার কাগজ ২০০৪ - ২০২২ | Developed By: i2soft