বুধবার ২২ মার্চ ২০২৩
৮ চৈত্র ১৪২৯
লালমাইয়ে উপজেলা নির্বাচন পরবর্তী মতবিনিময় সভা
প্রদীপ মজুমদার :
প্রকাশ: রোববার, ১৯ মার্চ, ২০২৩, ১২:১৫ এএম |

লালমাইয়ে উপজেলা নির্বাচন পরবর্তী মতবিনিময় সভা
কুমিল্লার লালমাই উপজেলা পরিষদের অনুষ্ঠিত নির্বাচন নিয়ে মতবিনিময় সভা ও দোয়া অনুষ্ঠান অধ্যক্ষ আবুল কালাম মজুমদার মহিলা কলেজে অনুষ্ঠিত হয়। আগামীকাল ২০ মার্চ সোমবার কুমিল্লা ভিক্টোরিয়ান্স এর বিজয় মেলা অনুষ্ঠান উপজেলার জামতলিতে অনুষ্ঠিত হবে, লক্ষাধিক লোকের সমাগম ঘটাতে আলোচনা করা হয়। বিজয় মেলা অনুষ্ঠানে নায়ক ফেরদৌসসহ পাঁচটি ব্যান্ড দল উপস্থিত থাকবে বলে জানা যায়। অনুষ্ঠানকে ঘিরে কুমিল্লা-নোয়াখালী আঞ্চলিক সড়ক সহ গুরুত্বপূর্ণ স্থান আলোকসজ্জা করা হয়।
১৮ মার্চ শনিবার বিকেলে উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি আবদুল মতিন মোল্লার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কুমিল্লা দক্ষিণ জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও সদর দক্ষিণ উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. গোলাম সারওয়ার। এসময় উপস্থিত ছিলেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল এমপির জ্যেষ্ঠ কন্যা কাশপিয়া কামাল।
বাগমারা উত্তর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবুল কাশেম এর সার্বিক তত্বাবধানে ও উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আরিফুর রহমান রাব্বির সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন দক্ষিণ জেলা আওয়ামী লীগের সদস্য মো. আবদুল হামিদ, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মো. রফিকুল ইসলাম, সহ-সভাপতি ইব্রাহীম খলীল মজুমদার, নব নির্বাচিত উপজেলা চেয়ারম্যান মো. কামরুল হাসান শাহীন, ভাইস-চেয়ারম্যান মো. মিজানুর রহমান মজুমদার, মহিলা ভাইস চেয়ারম্যান মাহমুদা আক্তার, পেরুল উত্তর ইউপি চেয়ারম্যান কামাল হোসেন দুলাল,বাকই উত্তর ইউপি চেয়ারম্যান মো.মিজানুর রহমান, ভূলইন উত্তর ইউপি চেয়ারম্যান মো. এমরান কবীর,   বেলঘর উত্তর ইউপি চেয়ারম্যান মো.আবদুল মালেক, বাগমারা দক্ষিণ ইউপি চেয়ারম্যান ভারপ্রাপ্ত মো. লোকমান হোসেন, উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মাসুদুর রহমান ভূঁইয়া, শ্রম বিষয়ক সম্পাদক মো. সফিকুর রহমান, বাগমারা উত্তর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. নুরুল ইসলাম, পূজা উদযাপন পরিষদ লালমাই শাখার সদস্য সচিব সুমন রায় চৌধুরী, উপজেলা ছাত্রলীগ সভাপতি মো. শাহপরান সওদাগর, যুবলীগ নেতা প্রভাষক আমান উল্লাহ আমান,কাউসার মোর্শেদ মজুমদার, রফিকুল ইসলাম মোহন, বিল্লাল হোসেন, কামরুল হাসান ভূট্টো প্রমুখ।
মতবিনিময় সভায় বক্তারা বলেন, উপজেলা নির্বাচনে নিজেদের ভুলত্রুটি শুধরে নিয়ে দলীয় শৃঙ্খলার মধ্যে  আওয়ামী লীগকে শক্তিশালী করতে দলমত নির্বিশেষে সকলকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে।
নব নির্বাচিত চেয়ারম্যান কামরুল হাসান শাহীন বলেন যেকোন সমস্যায় আমি আপনাদের পাশে আছি। মৃত্যুর আগ পর্যন্ত মানুষের পাশে থাকবেন বলে জানান।













সর্বশেষ সংবাদ
কুমিল্লায় অবসরপ্রাপ্ত রেলওয়ে কর্মচারীর বিদায় সংবর্ধনা
ব্রাহ্মণপাড়া ওকাপের অবহিতকরণ সভা
ব্রাহ্মণপাড়ায় ১১শ কৃষকের মাঝে বিনামূল্য বীজ ও সার বিতরণ
ব্রাহ্মণপাড়ায় সমাজসেবক কাজী শাম মিয়ার মৃত্যুবার্ষিকী পালিত
দেশ ও জাতির জন্য নিজেকে উৎসর্গ করার আহবান
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
কমলো হজের খরচ
রমজানে ছুটি মাধ্যমিক স্কুল-কলেজ, প্রাথমিকে ক্লাস ১৫ দিন
একই পদ্ধতি অনুসরণে সব মসজিদে তারাবিহ পড়ার আহ্বান
সোনার দাম কমলো
৭ অঞ্চলের নদীবন্দরে সতর্ক সংকেত
Follow Us
সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ আবুল কাশেম হৃদয় (আবুল কাশেম হৃদয়)
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ১২২ অধ্যক্ষ আবদুর রউফ ভবন, কুমিল্লা টাউন হল গেইটের বিপরিতে, কান্দিরপাড়, কুমিল্লা ৩৫০০। বাংলাদেশ।
ফোন +৮৮ ০৮১ ৬৭১১৯, +৮৮০ ১৭১১ ১৫২ ৪৪৩, +৮৮ ০১৭১১ ৯৯৭৯৬৯, +৮৮ ০১৯৭৯ ১৫২৪৪৩, ই মেইল: [email protected]
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, কুমিল্লার কাগজ ২০০৪ - ২০২২ | Developed By: i2soft