
নানা
কর্মসূচীর মাধ্যমে যথাযোগ্য মর্যাদায় কুমিল্লার দেবিদ্বার উপজেলা
প্রশাসনের উদ্যোগে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৩তম জন্মদিন
পালিত হয়েছে। এ উপলক্ষে শুক্রবার সকালে বঙ্গবন্ধু প্রতিকৃতি ‘চেতনায়
বঙ্গবন্ধু’ তে পুষ্পমাল্য অর্পন করেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ডেজী
চক্রবর্তী। এছাড়াও পুষ্পমাল্য অর্পন করেন, দেবিদ্বার উপজেলা আওয়ামীলীগ,
যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ, ছাত্রলীগ,দেবিদ্বার থানা পুলিশ, শেখ রাসেল
ফাউন্ডেশনসহ বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন। উপজেলা প্রশাসন আয়োজিত
বিভিন্ন কর্মসূচীর মধ্যে ছিলো, আনন্দ র্যালি, স্মার্ট বাংলাদেশের স্বপ্নে
বঙ্গবন্ধুর জন্মদিন, শিশুদের চোখ সমৃদ্ধির স্বপ্নের রঙিন’ শীর্ষক আলোচনা
সভা, চিত্রাকংন প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ, এতিম শিশুদের নিয়ে কেক কাটা
এবং সাংস্কৃতিক অনুষ্ঠান। আলোচনা সভায় ইউএনও ডেজী চক্রবর্তী বলেন, বাঙালির
অবিসংবাদিত নেতা, স্বাধীন-সার্বভৌম বাংলাদেশের স্থপতি জাতির পিতা
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৩তম জন্মবার্ষিকী (শুক্রবার) আজ। একই
সঙ্গে আজকের এ দিনটি জাতীয় শিশু দিবস হিসেবেও পালিত হচ্ছে। ১৯২০ সালের ১৭
মার্চ গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধুর জন্ম। কালক্রমে তাঁর হাত ধরেই
বিশ্ব মানচিত্রে নতুন দেশ হিসেবে স্থান পেয়েছে আজকের বাংলাদেশ। এই দিনে
পিতা শেখ লুৎফর রহমান ও মা সায়েরা খাতুনের ঘরে জন্ম নেন শেখ মুজিব নামের এক
উজ্জ্বল নক্ষত্র। চার বোন ও দুই ভাইয়ের মধ্যে তিনি ছিলেন তৃতীয়। ১৯৫২ এর
ভাষা আন্দোলন, ৫৪ এর যুক্তফ্রন্ট নির্বাচন, ৬২ এর শিক্ষা আন্দোলন, ৬৬ এর
ছয়-দফা আন্দোলন, ৬৯ এর গণঅভ্যুত্থান পেরিয়ে ৭০সালের ঐতিহাসিক নির্বাচনে
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বাঙালি জাতির অবিসংবাদিত নেতা হিসেবে
প্রতিষ্ঠিত হন। তিনি ছিলেন সাহসী, দৃঢ়চেতা, আপসহীন নেতৃত্ব ও বীরত্বপূর্ণ
সংগ্রামে অনুপ্রাণিত হয়ে জেগে ওঠে শত বছরের নির্যাতিত-নিপীড়িত পরাধীন
বাঙালি জাতি। ১৯৭১ সালে রক্তক্ষয়ী সংগ্রামের মধ্য দিয়ে জন্ম নেয় বাঙালির
জাতি রাষ্ট বাংলাদেশ। তার বর্ণাঢ্য কর্মময় জীবন থেকে আমাদের শিক্ষা নিতে
হবে। আলোচনা সভা শেষে শিশু-কিশোরদের চিত্রাংকন প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে
পুরস্কার বিতরণ করেন উপজেলা নির্বাহী অফিসার ডেজী চক্রবর্তী। পরে দেবিদ্বার
শিশু পরিবারে শিশুদের নিয়ে কেক কাটেন তিনি। সহকারি প্রোগ্রামার বেনজীর
আহমেদের সঞ্চালনায় আলোচনা সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, উপজেলা পরিষদের
ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট নাজমা বেগম, জেলা পরিষদ সদস্য মোসা.শিরিন
সুলতানা, দেবিদ্বার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কমল কৃষ্ণ ধর প্রমুখ।