
প্রাইম
ব্যাংক জাতীয় স্কুল ক্রিকেট টুর্ণামেন্টে ১৪ রানের জয় পেলো কালেক্টরেট
স্কুল দল । গতকাল কুমিল্লা ভাষা শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত ষ্টেডিয়ামে
মুখোমুখি হয় কালেক্টরেট স্কুল ও কুমিল্লা মডার্ণ হাই স্কুল দল ।
দিনের
শুরুতে টসে জয় পেয়ে কালেক্টরেট স্কুল প্রথমে ব্যাট করান সিন্ধান্ত নেয়।
ওপেনার আবু ইউসুফ ১০৮ বলে ৭৬ রান, নাইম ২১ বলে ২৪ রান, তামিম ২৯ বলে ২৭
রান, মারফি (অপরাজিত) ২৯ বলে ১২ রান ও মাহি ৩৮ বলে ২৩ রান করে। ৪৫.৩ ওভারে
১০ উইকেটের বিনিময়ে ২২০ রান করে কালেক্টরেট স্কুল।
মর্ডাণ হাই স্কুল
দলের নিলাদ্রী ১০ ওভারে ৪৫ রান দিয়ে ৪ উইকেট, দীপ ৪.৩ ওভারে ৬ রান দিয়ে ৩
উইকেট, রোহিত ও সায়েম ১টি করে উইকেট তুলে নেয়।
২২০ রানের জবাবে ব্যাট
হাতে মডার্ণ স্কুল দল ৩৮.২ ওভারে সবকটি উইকেটের বিনিময়ে ২০৬ রান করে পরাজয়
মেনে নিয়ে মাঠ ছাড়ে। দলে পক্ষে ওপেনার তানভির ৭০ বলে ৫৯ রান, পরশ ২৪ বলে
২০ রান, শামিম ৪৩ বলে ২৪ রান ও জসিম ৩৮বলে ৩৭ রান করে।
কালেক্টরেট
স্কুল দলের নয়ন ৯ ওভারে ১৯ রান দিয়ে ৩ ইউকেট, আবু ইউসুফ ৮ ওভারে ১৯ রান
দিয়ে ২ ইউকেট, দাইয়ান, তামিম ও শাফিন একটি করে ইউকেট পায়। ম্যাচ সেরা
নির্বাচিত হয় কালেক্টরেট স্কুল দলের আবু ইউসুফ।
এই জয়ে কালেক্টরেট স্কুল দলের অধ্যক্ষ এম. নার্গিস আক্তার খেলোয়াড়, কোচ এবং সংশ্লিষ্ট সকলকে অভিনন্দন জানান।