বুধবার ২২ মার্চ ২০২৩
৮ চৈত্র ১৪২৯
জুয়ার আসর থেকে ধাওয়া খেয়ে মৃত্যু
প্রকাশ: রোববার, ১২ মার্চ, ২০২৩, ১২:৫৮ এএম |


 জুয়ার আসর থেকে ধাওয়া খেয়ে মৃত্যু

চৌদ্দগ্রাম সংবাদদাতা: কুমিল্লার চৌদ্দগ্রামে জুয়ার আসর থেকে ধাওয়া খেয়ে জাকির হোসেন শীতল (৪২) নামে এক জুয়াড়ির মৃত্যু হয়েছে। পুলিশ শুক্রবার রাতে লাশটি উদ্ধার করে ময়নাতদন্ত শেষে শনিবার বিকেলে নিহত শীতলের লাশটি পরিবারের কাছে হস্তান্তর করে। নিহত শীতল উপজেলার শুভপুর ইউনিয়নের কাদঘর গ্রামের মৃত আব্দুল জাব্বারের ছেলে। শনিবার বিকেলে তথ্যটি নিশ্চিত করেন থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা শুভরঞ্জন চাকমা। তবে নিহতের স্বজনদের দাবী তাকে পিটিয়ে হত্যা করা হয়েছে।
তিনি জানান, জাকির হোসেন শীতল একজন দীনমজুর। গত শুক্রবার রাতে তিনি মুন্সীরহাট ইউনিয়নের মেষতলী বাজারের নুরুন নবীর চায়ের দোকানের ভিতরে সঙ্গীদের নিয়ে জুয়া খেলছিলেন। এসময় চা দোকানদার নুরুন নবীর ছেলে সালমান ও বড় ভাই খোকন শিকদার জুয়াড়িদের ধাওয়া করলে জাকির হোসেন শীতল দৌড়ে পাশ্ববর্তী মাইনউদ্দিনের বাড়িতে গিয়ে আশ্রয় নিয়ে বলেন, তাহার মাথা ঘুরাচ্ছে এবং তাকে লোকজন মারধর করেছে বলেন। এসময় জাকির হোসেন মাটিতে লুটিয়ে পড়ে মৃত্যুবরণ করেন। স্থানীয় লোকজন চৌদ্দগ্রাম থানা পুলিশকে খবর দিলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে জাকির হোসেন শীতলের মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসে।
এদিকে নিহত জাকির হোসেন শীতলের ভাই মোঃ দুলাল শনিবার বিকেলে জানান, আমার ভাই শুক্রবার রাতে নুরুন নবীর চায়ের দোকানে প্রবেশ করলে কতিপয় ব্যক্তিরা তাকে পিটিয়ে হত্যা করেছে। এ বিষয়ে আমরা থানায় হত্যা মামলা দায়ের করবো।
ওসি আরও জানান, এ বিষয়ে এখনো কেউ লিখিত অভিযোগ দায়ের করেনি। অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।












সর্বশেষ সংবাদ
চৌদ্দগ্রামে আশ্রয়ণের ১২৪ ঘর উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা
দেবিদ্বারে জমিসহ ঘর পেল ১৫০ গৃহহীন পরিবার
রমজান শুরু কবে, জানা যাবে সন্ধ্যায়
পুরো রমজানে প্রাথমিক বিদ্যালয় বন্ধের দাবি
ঘরের মাঠে নেদারল্যান্ডসের কাছে হারলো জিম্বাবুয়ে
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
শওকত মাহমুদকে বিএনপির সব পদ থেকে বহিষ্কার
পুরো রমজানে প্রাথমিক বিদ্যালয় বন্ধের দাবি
পুরো শহরেই যানবাহনের জটলা
দাউদকান্দিতে নারীর লাশ উদ্ধার
সবচেয়ে খরুচে রমজান এবার!
Follow Us
সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ আবুল কাশেম হৃদয় (আবুল কাশেম হৃদয়)
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ১২২ অধ্যক্ষ আবদুর রউফ ভবন, কুমিল্লা টাউন হল গেইটের বিপরিতে, কান্দিরপাড়, কুমিল্লা ৩৫০০। বাংলাদেশ।
ফোন +৮৮ ০৮১ ৬৭১১৯, +৮৮০ ১৭১১ ১৫২ ৪৪৩, +৮৮ ০১৭১১ ৯৯৭৯৬৯, +৮৮ ০১৯৭৯ ১৫২৪৪৩, ই মেইল: [email protected]
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, কুমিল্লার কাগজ ২০০৪ - ২০২২ | Developed By: i2soft