লালমাই উপজেলা সাংবাদিক এসোসিয়েশনের মিলনমেলা
প্রদীপ মজুমদার :
|
ব্যস্ত
জীবনের ফাঁকে নিজের জন্য একটি দিন শ্লোগানকে সামনে নিয়ে কুমিল্লার লালমাই
উপজেলার কর্মরত সাংবাদিকদের পারিবারিক মিলনমেলা অনুষ্ঠিত হয়েছে। এতে ক্রীড়া
প্রতিযোগিতা, আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরস্কার বিতরণ করা হয়। কোটবাড়ি শালবন বিহার সংলগ্ন নীলকুঞ্জ রিসোর্টে ১১ মার্চ শনিবার দিনব্যাপী এই মিলনমেলা অনুষ্ঠিত হয় ।পবিত্র ধর্মগ্রন্থ পাঠ ও জাতীয় সংগীত পরিবেশনের মধ্যে দিয়ে শিরোনাম পত্রিকার প্রতিনিধি সংগঠনের সমন্বয়কারী মো. জাহাঙ্গীর আলমের সভাপতিত্বে ও কুমিল্লার কাগজ প্রতিনিধি সংগঠনের সমন্বয়কারী প্রদীপ মজুমদারের সঞ্চালনায় অনুষ্ঠানের উদ্বোধন করেন ফ্রান্সের প্রবাস বাংলা পত্রিকার সম্পাদক অধ্যাপক আলমগীর হোসেন অপু। প্রথম পর্বে অতিথি ছিলেন কৃষক লীগের কেন্দ্রীয় কমিটির সদস্য মোঃ ইকবাল মাহামুদ। দ্বিতীয় পর্বে অনুষ্ঠানে অতিথি ছিলেন কুমিল্লা দক্ষিণ জেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ সভাপতি মো. সাইফুদ্দিন আহমেদ পাপ্পু, মাওলানা আবদুল হাকিম ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা সভাপতি সৌদি আরব প্রবাসী ব্যবসায়ী মো. ফরহাদ হোসেন, দক্ষিণ জেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ সদস্য প্রবাসী ব্যবসায়ী মো.আবদুল জলিল সওদাগর। এসময় ক্রীড়া প্রতিযোগিতায় বিভিন্ন ইভেন্টে অংশগ্রহণকারী বিজয়ীদের মাঝে পুরুস্কার বিতরণ করা হয়। মাওলানা আবদুল হাকিম ফাউন্ডেশনের মাধ্যমে সামাজিক কর্মকাণ্ডে অসামান্য অবদান রাখায় মো. ফরহাদ হোসেনকে সম্মাননা ক্রেষ্ট দেওয়া হয়। উপস্থিত থেকে বক্তব্য রাখেন কুমিল্লার সময় পত্রিকার সম্পাদক ও প্রকাশক সুবর্ণ নাগরিক মো. রেদোয়ানুর রহমান সুমন, রূপসী বাংলা পত্রিকার প্রতিনিধি মো. জয়নাল আবেদীন জয়, কুমিল্লার সময় পত্রিকার নির্বাহী সম্পাদক মো. মনির হোসেন, যুগান্তর পত্রিকা প্রতিনিধি শরীফ বিন ওহাব, যুগান্তর পত্রিকা প্রতিনিধি শরীফুল ইসলাম, ডাক প্রতিদিন পত্রিকার স্টাফ রিপোর্টার মামুন চৌধুরী,ভোরের কলাম পত্রিকা প্রতিনিধি মো. আনোয়ার হোসেন, শ্রমিক পত্রিকা প্রতিনিধি মো. রবিন মজুমদার, আজকের কুমিল্লা প্রতিনিধি মোস্তফা কামাল মজুমদার রুবেল, বাংলাদেশ বার্তা প্রতিনিধি মো. আবদুল মতিন, অপরাধচিহ্ন পত্রিকা প্রতিনিধি মো. মীর হোসেন প্রমুখ। বক্তারা বলেন, এধরণের পারিবারিক মিলনমেলার আয়োজন একটি প্রশংসনীয় উদ্যোগ। আরও বলেন সংবাদকর্মীরা হচ্ছে সমাজের আয়না আর প্রত্যেক সংবাদকর্মীকে সঠিক ও তথ্যনির্ভর সংবাদ প্রচার করা উচিত। সবসময় বস্তুনিষ্ঠ ও সঠিক সংবাদ জনগণের সামনে তুলে ধরার জন্য সংবাদকর্মীদের আহবান জানান। |