বুধবার ২২ মার্চ ২০২৩
৮ চৈত্র ১৪২৯
‘নারীর ক্ষমতায়নে শেখ হাসিনার অবদান স্বর্ণাক্ষরে লেখা থাকবে’
মোঃ হুমায়ুন কবির মানিক
প্রকাশ: শনিবার, ১১ মার্চ, ২০২৩, ১২:৩১ এএম |


  ‘নারীর ক্ষমতায়নে শেখ হাসিনার অবদান স্বর্ণাক্ষরে লেখা থাকবে’


স্থানীয় সরকার মন্ত্রী, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মোঃ তাজুল ইসলাম বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকার নারীদের অবস্থার উন্নয়নের জন্য নানা ধরনের পদক্ষেপ নিয়েছেন। ফলে নারীরা আর এখন পিছিয়ে নেই। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বের ফলে নারীরা আজ জেলা প্রশাসক, পুলিশ সুপার কিংবা বিচারপতি থেকে শুরু করে সমাজে সমীহ করা সকল পেশায় তাদের পদচারণা ও দক্ষতা নিশ্চিত করেছে। সেজন্য নারী ক্ষমতায়নে প্রধানমন্ত্রী শেখ হাসিনার অবদান ইতিহাসে স্বর্ণাক্ষরে লেখা থাকবে।

মন্ত্রী বলেন, সমাজের মূলস্রোতে নারীদের অংশগ্রহন যত বাড়বে জাতি হিসাবে আমরা তত সামনে এগুতে পারবো।

তিনি শুক্রবার (১০ মার্চ) কুমিল্লার মনোহরগঞ্জ উপজেলায় নিজ বাসভবনে স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে নারী উদ্যোক্তাদের সাথে এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন।

এ সময় মন্ত্রী তাঁর নিজ নির্বাচনি এলাকার নারীদের সফল উদ্যোক্তা হওয়ার প্রচেষ্টাকে সাধুবাদ জানিয়ে বলেন, গ্রাম গঞ্জে নারীদের এই জাগরণই প্রমাণ করে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ২০৪১ সালের মধ্যে উন্নত ও স্মার্ট বাংলাদেশ গড়ার লক্ষমাত্রা অর্জনে আমরা সঠিক পথে রয়েছি।

স্থানীয় সরকার মন্ত্রী বলেন, পেশি শক্তির জোরে পুরুষরা একসময় দুনিয়া শাসন করলেও বর্তমানে মেধা ও বুদ্ধিমত্তার যুগ।

তিনি বলেন, আমাদের নারীরা কোন অংশেই পুরুষদের থেকে পিছিয়ে নয় বরং মানবিক অনেক গুনাবলিতে নারীরা পুরুষদের থেকে অনেক এগিয়ে রয়েছেন। নারীদের বঞ্চিত করে অবহেলা করে সমাজ ও জচাতির জন্য কাঙ্খিত উন্নয়ন সম্ভব নয়। সকল কাজে মেয়েরা এগিয়ে আসতে হবে।

শুক্রবার (১০ মার্চ) দুপুরে মনোহরগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার সাইফুল ইসলাম কমলের সভাপতিত্বে মতবিনিময় সভায় আরও বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ জাকির হোসেন, লাকসাম উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহফুজা মতিন, মনোহরগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি মাষ্টার আব্দুল কাইয়ুম চৌধুরী, এলজিইডি কুমিল্লার নির্বাহী প্রকৌশলী মীর্জা মোঃ ইফতেখার আলী, সহকারী পুলিশ সুপার (লাকসাম-মনোহরগঞ্জ সার্কেল) জাহিদুল ইসলাম, উপজেলা ভাইস চেয়ারম্যান আমিরুল ইসলাম, মহিলা ভাইস চেয়ারম্যান আফরোজা কুসুম, মহিলা বিষয়ক কর্মকর্তা সেলিনা ইয়াসমিন, দুর্গাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক রাবেয়া খাতুন, হাতিমারা প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক রোকেয়া হায়দার প্রমুখ। এ সময় কুমিল্লা জেলা পরিষদ সদস্য অ্যাডভোকেট তানজিনা আক্তার, এলজিআরডি মন্ত্রীর উন্নয়ন সমন্বয়ক মোঃ কামাল হোসেনসহ উপজেলার বিভিন্ন এলাকার নারী উদ্যোক্তা ও বিভিন্ন বিদ্যালয়ের নারী শিক্ষিকাগণ উপস্থিত ছিলেন।

 












সর্বশেষ সংবাদ
রমজান শুরু কবে, জানা যাবে সন্ধ্যায়
পুরো রমজানে প্রাথমিক বিদ্যালয় বন্ধের দাবি
ঘরের মাঠে নেদারল্যান্ডসের কাছে হারলো জিম্বাবুয়ে
কোথাও কোথাও ভারী বৃষ্টি হতে পারে
বঙ্গবন্ধুর দেশে কোনো মানুষ ঠিকানাবিহীন থাকবে না: প্রধানমন্ত্রী
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
রমজানে ছুটি মাধ্যমিক স্কুল-কলেজ, প্রাথমিকে ক্লাস ১৫ দিন
শওকত মাহমুদকে বিএনপির সব পদ থেকে বহিষ্কার
দাউদকান্দিতে নারীর লাশ উদ্ধার
পুরো শহরেই যানবাহনের জটলা
পুরো রমজানে প্রাথমিক বিদ্যালয় বন্ধের দাবি
Follow Us
সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ আবুল কাশেম হৃদয় (আবুল কাশেম হৃদয়)
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ১২২ অধ্যক্ষ আবদুর রউফ ভবন, কুমিল্লা টাউন হল গেইটের বিপরিতে, কান্দিরপাড়, কুমিল্লা ৩৫০০। বাংলাদেশ।
ফোন +৮৮ ০৮১ ৬৭১১৯, +৮৮০ ১৭১১ ১৫২ ৪৪৩, +৮৮ ০১৭১১ ৯৯৭৯৬৯, +৮৮ ০১৯৭৯ ১৫২৪৪৩, ই মেইল: [email protected]
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, কুমিল্লার কাগজ ২০০৪ - ২০২২ | Developed By: i2soft