
কুমিল্লা
ভিক্টোরিয়া সরকারি কলেজের প্রথম বাংলা সম্মিলন অনুষ্ঠিত হবে আগামীকাল ১১
মার্চ। বাংলা বিভাগের প্রাক্তন শিক্ষার্থীদের আয়োজনে শনিবার কলেজের
ধর্মপুরস্থ ডিগ্রি শাখায় দিনব্যাপি এ সম্মিলন অনুষ্ঠিত হবে। এদিন সকাল ৮টায়
শুরু হওয়া এ আয়োজন শেষ হবে সন্ধ্যা সাড়ে ৭টায়। ইতোমধ্যে প্রথম বাংলা
সম্মিলনে অংশগ্রহণের জন্য সাড়ে ৫ শতাধিক প্রাক্তন শিক্ষার্থী নিবন্ধন
করেছেন।
সম্মিলন আয়োজক সূত্রে জানা গেছে, অনুষ্ঠানের প্রথম পর্বে
শনিবার সকাল ৮টায় ভিক্টোরিয়া কলেজের উচ্চ মাধ্যমিক শাখা থেকে বেলুন উড়িয়ে
প্রথম বাংলা সম্মিলনের উদ্বোধন করা হবে। সকাল সোয়া আটটায় সেখান থেকে একটি
বর্ণাঢ্য র্যালি বের হবে। এপর সকাল ৯টা ১০ মিনিটে ভিক্টোরিয়া কলেজের
ডিগ্রি শাখায় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ম্যুরালে পুস্পস্তবক
অপর্ণ করা হবে। সাড়ে ৯টায় ফুলেল শুভেচ্ছা ও নাস্তা প্রদান, ১০টায় আসনগ্রণ।
অনুষ্ঠানের
দ্বিতীয় পর্বে সকাল ১০টায় ধর্মগ্রন্থ থেকে পাঠ, ১০টা ১০ মিনিটে জাতীয়
সঙ্গীত পরিবেশন, শোক প্রস্তাব ও এক মিনিট নীরবতা পালন। সকাল ১০টা ২০ মিনিটে
আনন্দ আবেশের থিম সং পরিবেশন, সাড়ে ১০টায় উদ্বোধনী নৃত্য, ১০টা ৪০ মিনিটে
আমন্ত্রিত অতিথিবৃন্দকে উত্তরীয় প্রদান ও সম্মাননা। এরপর সকাল সাড়ে ১১টা
পর্যন্ত আহবায়কের স্বাগত বক্তব্য, মুক্তিযোদ্ধা ও প্রথম ব্যাচের
শিক্ষার্থীদের সম্মাননা, শুভেচ্ছা বক্তব্য ও সভাপতির বক্তব্য।
অনুষ্ঠানের
তৃতীয় পর্বে বেলা সাড়ে ১১টা থেকে ১টা পর্যন্ত ব্যাচ ভিত্তিক পরিচিতি ও
ব্যাচ ভিত্তিক ফটোসেশন, সার্বিক সমন্বয় কমিটির ফটোসেশন, উপকমিটির ফটোসেশন,
প্রাক্তন শিক্ষকবৃন্দের ফটোসেশন, বর্তমানে কর্মরত শিক্ষকবৃন্দের ফটোসেশন।
বেলা ১টা থেকে আড়াইটা পর্যন্ত নামাজ ও মাধ্যাহ্নভোজ। বেলা আড়াইটা থেকে সাড়ে
৩টা পর্যন্ত উন্মুক্ত আড্ডা, খেলাধুলা ও ফটোসেশন।
অনুষ্ঠানের চতুর্থ
পর্বে বিকাল সাড়ে ৩টা থেকে সাড়ে ৪টা পর্যন্ত আয়োজক শিল্পীদের সাংস্কৃতিক
পর্ব, সাড়ে ৪টা থেকে ৭টা ২৫ মিনিট পর্যন্ত আমন্ত্রিত শিল্পী এবং নৃত্যদলের
গান ও নৃত্য পরিবেশন এবং র্যাফেল ড্র। সন্ধ্যা ৭টা ২৫ মিনিটে সদস্য সচিবের
ধন্যবাদ বক্তব্য এবং সন্ধ্যা সাড়ে ৭টায় আতশবাজি ও সমাপনী।