প্রাইম ব্যাংক জাতীয় স্কুল ক্রিকেটের প্রথম খেলায় হাই স্কুলের বড় জয়
কাজী শামীম ।।
|
বল হাতে শিক্ষা বোর্ড মডেল স্কুলের সাফারাত ইসলাম ৮ ওভারে ৫৫ রান দিয়ে ৩ ইউকেট ও ওমর ৫ ওভারে ৩০ রান দিয়ে ২ ইউকেট পায়। ![]() দিনের শুরুতে ভাষা শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত ষ্টেডিয়ামে প্রাইম ব্যাংক জাতীয় স্কুল ক্রিকেট টুর্ণামেন্টের উদ্ধোধন করা হয়েছে। বাংলাদেশ ক্রিকেট বোর্ড ও কুমিল্লা জেলা ক্রীড়া সংস্থার আয়োজনে জেলার নির্ধারিত আটটি স্কুল নিয়ে শুরু হয়েছে এই প্রতিযোগিতা। বৃহস্পতিবার সকালে কুমিল্লা ভেন্যুর উদ্ধোধন করেন প্রধান অতিথি জেলা প্রশাসক ও জেলা ক্রীড়া সংস্থার সভাপতি মোহাম্মদ শামীম আলম। অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) পঙ্কজ বড়ুয়ার সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন কুমিল্লা জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক নাজমুল আহসান ফারুক রোমেন, প্রাইম ব্যাংকের এসিস্ট্যান্ট ভাইস প্রসিডেন্ট মোঃ মাহবুব মোর্শেদ। জলা ক্রীড়া সংস্থার অতিরিক্ত সাধারণ সম্পাদক খায়রুল আলাম সোহাগ, যুগ্ম-সম্পাদক বাদল খন্দকার, সদস্য সরকার মাহমুদ জাবেদ প্রমুখ। |