প্রকাশ: শুক্রবার, ৯ ডিসেম্বর, ২০২২, ৬:৪৬ পিএম |
মাত্র তিনদিন আগে হাসপাতালে জন্ম নেয় সন্তান। ঘরে নতুন অতিথির আগমনে আনন্দের শেষ ছিল না বাবার। কিন্তু ফুটফুটে নবজাতক নিয়ে বাড়ি ফেরার আগেই বাবার ঠাঁই মেলে একই হাসপাতাল মর্গে। স্বামীকে হারিয়ে হাসপাতালের বিছানায় সন্তান কোলে ডুকরে কাঁদছেন স্ত্রী।হৃদয়বিদারক ঘটনাটি রাজশাহীর। নিহতের নাম মো. কামরুজ্জামান রুবেল। ৩২ বছর বয়সী রুবেল রাজশাহী নগরীর উপকণ্ঠ কাটাখালীর মাসকাটাদীঘির কালাম ইসলামের ছেলে।
শুক্রবার দুপুর ১২টার দিকে নগরীর খড়খড়ি বাইপাসের বামনশিকড় মোড়ে ট্রাকচাপায় প্রাণ হারান রুবেল। হাসপাতালে স্ত্রী-সন্তান রেখে বাজার করে শ্বশুরবাড়ি যাওয়ার পথে ঘটে এ দুর্ঘটনা।
স্বজনরা জানান, মঙ্গলবার রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে সন্তান জন্ম দেন রুবেলের স্ত্রী। নবজাতক আর মা হাসপাতালে ভর্তি রয়েছেন। শুক্রবার তাদের হাসপাতালে রেখে খড়খড়ি বাইপাস থেকে বাজার করে মোটরসাইকেলে শ্বশুরবাড়ি ফিরছিলেন রুবেল। বামনশিকড় মোড়ে পৌঁছালে তাকে চাপা দেয় দ্রুতগতির একটি ট্রাক। এতে সড়কে ছিটকে পড়ে ঘটনাস্থলেই তিনি মারা যান।
মতিহার থানার ওসি আনোয়ার আলী তুহিন বলেন, রুবেলের লাশ উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। তবে ট্রাকটি পালিয়ে যাওয়ায় চালককে আটক করা সম্ভব হয়নি। এ ঘটনায় প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।