শুক্রবার ২৯ মার্চ ২০২৪
১৫ চৈত্র ১৪৩০
মুক্তিযোদ্ধা দিবসে কুমিল্লায় মুক্তিযোদ্ধাদের যৌথ সভা
প্রকাশ: শুক্রবার, ২ ডিসেম্বর, ২০২২, ১২:৪২ এএম |


 মুক্তিযোদ্ধা দিবসে কুমিল্লায় মুক্তিযোদ্ধাদের যৌথ সভা
গতকাল (১ ডিসেম্বর) বৃহস্পতিবার মুক্তিযোদ্ধা দিবস উপলক্ষে কুমিল্লা জেলা মুক্তিযোদ্ধা সংসদ কার্যালয়ে মুক্তিযোদ্ধাদের একটি যৌথ সভা অনুষ্ঠিত হয়। কমান্ডার সফিউল আহমেদ বাবুলের সভাপতিত্বে অনুষ্ঠিত এ সভায় উপস্থিত ছিলেন কুমিল্লা মহানগর কমান্ডার মকবুল হোসেন ভূইয়া, জেলা কমান্ডের ডেপুটি কমান্ডার শৈলপতি নন্দন চৌধুরী, সহকারি কমান্ডার জাহিদ হাসান, এম.এম সেলিম হোসেন, ফজলুর রহমান সরকার সহ কুমিল্লা জেলা কমান্ডের মুক্তিযোদ্ধা নেতৃবৃন্দ, সকল উপজেলা ও ইউনিয়ন কমান্ডের কমান্ডারবৃন্দ। কমান্ডার সফিউল আহমেদ বাবুল তার বক্তব্যে বলেন, ১৯৭১ সালে বঙ্গবন্ধুর ডাকে একসাগর রক্তের বিনিময়ে স্বাধীন-সার্বভৌম বাংলাদেশ ও লাল-সবুজের পতাকা প্রতিষ্ঠিত করেছেন বীর মুক্তিযোদ্ধারা। বার্ধক্যের কারণে দিনে দিনে মুক্তিযোদ্ধার সংখ্যা কমছে।নতুন প্রজন্মের কাছে মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস তুলে ধরা, একটি স্বাধীন দেশের জন্য কতটা ত্যাগ-তিতিক্ষা-মূল্য দিতে হয়েছে সেই ইতিহাস তুলে ধরার জন্য মুক্তিযোদ্ধা দিবস জাতীয়করণ প্রয়োজন। মু্ক্িতযোদ্ধা সংসদ নির্বাচন না হওয়ায় আরও নানাহ প্রতিকূলতার কারণে মুক্তিযোদ্ধারা বিভিন্ন ভাবে আজ অবহেলিত। মুক্তির নায়কদের সম্মান জানাতে জাতীয়ভাবে ‘মুক্তিযোদ্ধা দিবস’-এর রাষ্ট্রীয় স্বীকৃতি প্রদান এবং মু্ক্িতযোদ্ধা সংসদ নির্বাচন এখন সময়ের দাবি। আশা করি মাননীয় প্রধানমন্ত্রী এ বিষয়ে গুরুত্বপূর্ণ পদক্ষেপ গ্রহণ করবেন।বক্তব্যের শেষে আগামী নির্বাচনে মাননীয় প্রধানমন্ত্রীর হাতকে শক্তিশালী করতে সকল মুক্তিযোদ্ধাদেরকে একসাথে কাজ থাকার আহ্বান জানান তিনি। সভায় উপস্থিত বক্তারা বলেন, মুক্তিযোদ্ধাদের বয়স হলেও কমান্ডার বাবুলের ডাকে তারা এখনো মনেপ্রাণে তেজস্বী যুবকের ন্যায় মাঠে থাকতে প্রস্তুত আছেন।














সর্বশেষ সংবাদ
কুমিল্লায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে ছুরিকাঘাতে যুবক খুন,আটক ৩
স্বাগত ২০২৩: অকল্যান্ডে আতশবাজির মধ্য দিয়ে বর্ষবরণ
কুমিল্লায় অভাবের তাড়নায় মা-মেয়ের আত্মহত্যা
সাবেক পোপ বেনেডিক্ট মারা গেছেন
কুমিল্লায় নির্মানাধীন ভবনের প্রহরীর মরদেহ উদ্ধার
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
কুমিল্লায় অভাবের তাড়নায় মা-মেয়ের আত্মহত্যা
কুমিল্লায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে ছুরিকাঘাতে যুবক খুন,আটক ৩
মাহির মনোনয়ন নিয়ে যা বললেন ডা. মুরাদ
স্কুলে ৪ শ্রেণিতে এবার নতুন শিক্ষাক্রম
আওয়ামী লীগ ১২ স্বতন্ত্র ৫
Follow Us
সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ আবুল কাশেম হৃদয় (আবুল কাশেম হৃদয়)
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ১২২ অধ্যক্ষ আবদুর রউফ ভবন, কুমিল্লা টাউন হল গেইটের বিপরিতে, কান্দিরপাড়, কুমিল্লা ৩৫০০। বাংলাদেশ।
ফোন +৮৮ ০৮১ ৬৭১১৯, +৮৮০ ১৭১১ ১৫২ ৪৪৩, +৮৮ ০১৭১১ ৯৯৭৯৬৯, +৮৮ ০১৯৭৯ ১৫২৪৪৩, ই মেইল: [email protected]
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, কুমিল্লার কাগজ ২০০৪ - ২০২২ | Developed By: i2soft