নিজস্ব
প্রতিবেদক: কুমিল্লায় পৃথক দুটি অভিযান চালিয়ে চার মাদক কারবারীকে
গ্রেফতার করেছে র্যাব। এসময় উদ্ধার করা হয়েছে ৩৮৪ বোতল ফেনসিডিল ও ২৮
কেজি গাঁজা। বৃহস্পতিবার (১ ডিসেম্বর) সকালে জেলার সদর দক্ষিণ মডেল থানাধীন
জোড়কানন এবং একই উপজেলার কচুয়া চৌমুহনী এলাকায় বিশেষ অভিযান পরিচালনা
চালিয়ে তাদেরকে গ্রেফতার করা হয়। এছাড়াও অভিযানকালে মাদক পরিবহন কাজে
ব্যবহৃত একটি কাভার্ড ভ্যান এবং একটি সিএনজি চালিত অটোরিকশা জব্দ করা হয়
বলে জানিয়েছে র্যাব।
গ্রেফতার মাদক ব্যবসায়ীরা হচ্ছে- কুমিল্লার সদর
দক্ষিণ মডেল থানার উলুরচর গ্রামের মৃত ইদ্রিস মিয়ার ছেলে মোঃ শাহ আলম (৩৪),
মতুরাপুর গ্রামের মৃত আব্দুর রশিদের ছেলে জামাল হোসেন (৩৫), শরীয়তপুর
জেলার গোসাইরহাট থানার কুচাইপট্টি মাইজারহাট গ্রামের সেকান্দার কাজীর ছেলে
ইব্রাহীম (৩০) এবং গাইবান্ধা জেলার পলাশবাড়ী থানার খামার বাড়ুয়া গ্রামের
মোঃ জহুরুল হকের ছেলে মোঃ আনারুল হক (৩০)।
তাদের বিরুদ্ধে সদর দক্ষিণ
মডেল থানায় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বলে জানিয়েছেন র্যাব-১১
সিপিসি-২ কুমিল্লার উপ পরিচালক মেজর মোহাম্মদ সাকিব হোসেন।