চৌদ্দগ্রাম
প্রতিনিধি: কুমিল্লার চৌদ্দগ্রামের উজিরপুর এলাকায় অভিযান চালিয়ে ৩৪ কেজি
গাঁজাসহ মাদক ব্যবসায়ী নুরুন নবী ওরফে রুবেলকে গেস্খপ্তার করেছে র্যাব।
নুরুন নবী কালিকাপুর ইউনিয়নের জামপুর গ্রামের মৃত কামাল মিয়ার ছেলে। সোমবার
তথ্যটি নিশ্চিত করেছেন র্যাব-১১ সিপিসি-২ কুমিল্লার অধিনায়ক মেজর
মোহাম্মদ সাকিব হোসেন।
জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে রোববার
র্যাবের একটি টিম চৌদ্দগ্রাম উপজেলার উজিরপুর এলাকায় বিশেষ অভিযান
পরিচালনা করে। অভিযানকালে ৩৪ কেজি গাঁজাসহ নরুর নবী ওরফে রুবেলকে গ্রেপ্তার
করা হয়।
র্যাবের প্রাথমিক অনুসন্ধান ও গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীকে
জিজ্ঞাসাবাদে জানায়, সে দীর্ঘদিন যাবৎ কুমিল্লাসহ দেশের বিভিন্ন স্থানে
গাঁজাসহ বিভিন্ন ধরনের মাদকদ্রব্য ক্রয়-বিক্রয় ও সরবরাহ করে আসছিল। মাদকের
মতো সামাজিক ব্যাধির বিরুদ্ধে র্যাবের অভিযান অব্যাহত থাকবে।