শিরোনাম: |
আচরণ বিধি লঙ্ঘনের জরিমানা গুণলেন নিজাম উদ্দিন কায়সার
তানভীর দিপু
|
![]() শনিবার (২৮ মে) বেলা ১১টার দিকে নগরীর ১৩নং ওয়ার্ডের চর্থা চৌমুহনী এলাকায় কায়সারের ঘোড়া প্রতীকের সমর্থকরা মিছিল করার সময় তাৎক্ষণিক এ জরিমানা আদায় করা হয়। নির্বাহী ম্যাজিষ্ট্রেট নাসরিন সুলতানা নিপা জানান, ঘোড়া প্রতীকের প্রার্থী প্রচারনায় জীবন্ত প্রাণী ব্যবহার করায় তাকে ৫০ হাজার টাকা জরিমানা করে আদায় করা হয়। ঘোড়া প্রতীকের প্রার্থী নিজাম উদ্দিন বলেন, বিষয়টি আমি জানতাম না। আমার সমর্থকরা আমাকে না জানিয়ে ঘোড়া নিয়ে আসে। এদিকে সকালে গণমাধ্যম কর্মীদের নৌকার প্রার্থী আরফানুল হক রিফাত জানান, আমি সভানেত্রীর দোয়া নিতে ঢাকায় যাচ্ছি। আমি আমার কুমিল্লার নেতৃবৃন্দের সাথে দেখা করেই ঢাকায় যাচ্ছি।
তিনি আরো বলেন, বিএনপি নির্বাচন আসলে বহিষ্কার গেইম খেলে। এটা তাদের কৌশল। তবে জনগণ তাদের সাথে নেই। জনগণ নৌকাকেই ভোট দিবে। |