নিজস্ব প্রতিবেদক: কুমিল্লায় বিপুল পরিমাণ ইয়াবা, ফেনসিডিল ও গাঁজাসহ আবুল কালাম নামে এক যুবককে গ্রেপ্তার করেছে র্যাব। ১৬ জানুয়ারি রাতে জেলার সদর দক্ষিণ উপজেলার রাজেশপুর এলাকায় বিশেষ অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। এসময় উদ্ধার করা হয় ৩৯১ বোতল ফেনসিডিল, ১১৫০ পিস ইয়াবা টেবলেট এবং প্রায় দেড় কেজি গাঁজা। গ্রেপ্তারকৃত আবুল কালাম সদর দক্ষিন উপজেলার রাজেশপুর গ্রামের মোঃ খোরশেদ আলমের ছেলে। সে দীর্ঘদিন যাবত কুমিল্লাসহ দেশের বিভিন্ন স্থানে ফেন্সিডিল, ইয়াবা এবং গাঁজাসহ বিভিন্ন ধরনের মাদকদ্রব্য ক্রয়-বিক্রয় ও সরবরাহ করে আসছিল বলে জানিয়েছে র্যাব।
বিষয়টি নিশ্চিত করে র্যাব-কুমিল্লার উপপরিচালক মেজর মোহাম্মদ সাকিব হোসেন বলেন, এ বিষয়ে সদর দক্ষিন মডেল থানায় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। মাদকের মতো সামাজিক ব্যাধির বিরুদ্ধে র্যাবের অভিযান অব্যাহত থাকবে।