রোববার ২৮ এপ্রিল ২০২৪
১৫ বৈশাখ ১৪৩১
মাইলফলকের পর বাবাকে স্মরণ করে আবেগাপ্লুত শামি
প্রকাশ: বৃহস্পতিবার, ৩০ ডিসেম্বর, ২০২১, ১২:০০ এএম |

মোহাম্মদ শামির দুর্দান্ত বোলিংয়ে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে চলতি বক্সিং ডে টেস্টে চালকের আসনে রয়েছে ভারত। ৪৪ রান খরচ করে শামি তুলে নিয়েছেন ৫ উইকেট। শামির আগুনে স্পেলের সুবাদেই ভারতের প্রথম ইনিংসের ৩২৭ রানের জবাবে প্রোটিয়া বাহিনী গুটিয়ে যায় মাত্র ১৯৭ রানে। সেঞ্চুরিয়নে ভারতের পঞ্চম পেসার হিসেবে ২০০টি টেস্ট উইকেট নেওয়ার মাইলফলক ছুঁলেন শামি। ৩১ বছরের শামি ৫৫তম টেস্টে এই নজির গড়লেন। দুরন্ত কীর্তির পর শামি সাংবাদিক সম্মেলনে বাবার স্মৃতিচারণা করলেন।
শামি জানান, আজ তিনি যে জায়গায় এসেছেন, তার পুরো কৃতিত্বই তাঁর বাবার। শামি ভারতের উত্তরপ্রদেশের আলমোরা জেলার সহেসপুর থেকে উঠে এসেছেন। যে গ্রামে তিনি থাকতেন সেখানে ক্রিকেট শেখার মতো কোনো অবকাঠামোই ছিল না। শামির বাবা তাঁকে সাইকেলে চাপিয়ে ৩০ কিলোমিটার দূরের কোচিং ক্যাম্পে নিয়ে যেতেন প্রতিদিন। বাবা চাইতেন ছেলের যেন স্বপ্নপূরণ হয়।
২০১৭ সালে বাবাকে হারিয়েছেন শামি। ২০০ উইকেট নেওয়ার শামি তাঁর বাবার অবদানের কথা বলেন। তিনি জানান, ‘আমার বাবার জন্যই আজ আমি এই জায়গায়। আমি যে গ্রাম থেকে উঠে এসেছি সেখানে সেরকম সুযোগ সুবিধা ছিল না ক্রিকেট শেখার মতো। এমনকী আজও নেই। আমার বাবা আমাকে সাইকেলে করে ৩০ কিলোমিটার দূরের কোচিং ক্যাম্পে নিয়ে যেতেন। তাঁর সেই সংগ্রাম আজও মনে আছে আমার। সেরকম পরিস্থিতিতে বাবার আমার জন্য যা করেছেন, তার জন্য আজীবন আমি ঋণী।’
টি-টোয়েন্টি বিশ্বকাপের পর বিশ্রাম নিয়েছিলেন শামি। ঘরের মাঠে নিউজিল্যান্ডের বিরুদ্ধে টেস্ট সিরিজেও তাকে খেলতে দেখা যায়নি। তবে ফের একবার লাল বল হাতে পেয়েই বাইশ গজে আগুন ঝরালেন এই পেসার।















সর্বশেষ সংবাদ
চৌদ্দগ্রামে সুস্থ পাঠক সুস্থ সমাজ শীর্ষক হেলথ ক্যাম্প অনুষ্ঠিত
দেবীদ্বারে সড়ক দূর্ঘটনায় কলেজ ছাত্রের মৃত্যু
অভিশপ্ত সেই রাত ভুলে যেতে চান স্মিথ
পাশের হার-জিপিএ ৫ বেড়েছে কুমিল্লায়
জিপিএ-৫ এ কুমিল্লা বোর্ডের সেরা ২০ স্কুল
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
জিপিএ-৫ এ কুমিল্লা বোর্ডের সেরা ২০ স্কুল
ব্রাহ্মণপাড়ায় পানিতে ডুবে শিশুর মৃত্যু
কাউকে হয়রানী করলে ছাড় পাবেন না: এমপি বাহার
সপ্তম ধাপে দেবিদ্বার-বুড়িচংয়ে ইউপি নির্বাচন
এমপিও বিহীন রাধানগর উচ্চ বিদ্যালয়ে শতভাগ পাস, জিপিএ ৫ পেয়েছে ১০ জন
Follow Us
সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ আবুল কাশেম হৃদয় (আবুল কাশেম হৃদয়)
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ১২২ অধ্যক্ষ আবদুর রউফ ভবন, কুমিল্লা টাউন হল গেইটের বিপরিতে, কান্দিরপাড়, কুমিল্লা ৩৫০০। বাংলাদেশ।
ফোন +৮৮ ০৮১ ৬৭১১৯, +৮৮০ ১৭১১ ১৫২ ৪৪৩, +৮৮ ০১৭১১ ৯৯৭৯৬৯, +৮৮ ০১৯৭৯ ১৫২৪৪৩, ই মেইল: [email protected]
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, কুমিল্লার কাগজ ২০০৪ - ২০২২ | Developed By: i2soft