রোববার ২৮ এপ্রিল ২০২৪
১৫ বৈশাখ ১৪৩১
কুমিল্লায় ৪৯তম শীতকালীন ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ
প্রকাশ: সোমবার, ৩০ ডিসেম্বর, ২০১৯, ১২:০০ এএম |

গতকাল রবিবার কুমিল্লা জিলা স্কুল মাঠে আয়োজিত বাংলাদেশ জাতীয় স্কুল, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা ক্রীড়া সমিতির ৪৯তম শীতকালীন ক্রীড়া প্রতিযোগিতার সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়।  অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন কুমিল্লা আদর্শ সদর উপজেলা চেয়ারম্যান এড.আমিনুল ইসলাম টুটুল।
তিনি বলেন, শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে লেখাপড়ার পাশাপাশি ক্রীড়া ও সংস্কৃতি চর্চার প্রতি সমান গুরুত্ব দিতে হবে। কারণ খেলাধুলা, সঙ্গীত চর্চা, সাংস্কৃৃতিক প্রতিযোগিতার মধ্য দিয়ে শিশু-কিশোরদের মেধা ও মনন বিকাশের সুযোগ হয়। কুমিল্লার ঐতিহ্য রক্ষায় সবাইকে সচেষ্ট থাকতে হবে। বিশ্বায়নের এ যুগে অপসংস্কৃতির করাল গ্রাস আর নৈতিক অবক্ষয় রোধে যুব সমাজকে রক্ষা করতে সমাজের দায়িত্বশীলদের এগিয়ে আসতে হবে।
আদর্শ সদর উপজেলার নির্বাহী অফিসার জাকিয়া আফরিনের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন আদর্শ সদর উপজেলার মহিলা ভাইস চেয়ারম্যান এড.হোসনেয়ারা বকুল, কুমিল্লা জিলা স্কুলের প্রধান শিক্ষক রাশেদা আক্তার,উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার ও জাতীয় স্কুল, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা ক্রীড়া সমিতির সাধারণ সম্পাদক মোঃ ইকবাল হাসান। এসময় উপস্থিত ছিলেন জেলা স্কাউটস এর কমিশনার ও ইউসুফ হাইস্কুলের প্রধান শিক্ষক এ.কে.এম মনিরুজ্জামান, আলেকজান স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ আবদুল মান্নান, শশীদল আবু তাহের কলেজের ক্রীড়া শিক্ষক মো.রফিকুল ইসলাম, হোচ্ছামিয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ জাহাঙ্গীর আলম, জেলা শিক্ষক সমিতির সদস্য সচিব হাউজিং স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ জহিরুল ইসলাম, বি.এ মুসলিম উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আবু তাহের, ফরিদা বিদ্যায়তনের প্রধান শিক্ষক মোঃ হানিফ মজুমদার, সুবরাতি শাহজাদী স্কুলের প্রধান শিক্ষক নূরে আলম সিদ্দিকী, ধনুয়াইশ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো.খোরশেদ আলম, বানাশুয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ফারুক আহমেদ,বিবির বাজার স্কুলের প্রধান শিক্ষক জাকির হোসেন,সংরাইশ সালেহা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবদুল মতিন মোল্লা, দিদার মডেল স্কুলের প্রধান শিক্ষক মহাদেব। আছিয়া গণি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মনিরুল আলম বাবুল। অনুষ্ঠান সঞ্চালনা করেন কুমিল্লা জিলা স্কুলের সহকারি শিক্ষক এ.বি.এম ওবায়দুল ইসলাম।













সর্বশেষ সংবাদ
লেবাননে হৃদরোগে আক্রান্ত হয়ে বাংলাদেশি নারীর মৃত্যু
বছর শেষে সৃজিতের চমক
২০২০ সাল বদলে দেবে যে ৬ স্মার্টফোন
যেভাবে রাঁধবেন নারিকেল দুধে কই মাছ
অবৈধদের ফেরত না পাঠানোর লিখিত আশ্বাস চায় বাংলাদেশ
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
পিইসি-জেএসসি জেডিসির ফল প্রকাশ আজ
কুমিল্লার দুই ইউপিতে চেয়ারম্যান পদে আওয়ামী লীগ প্রার্থীরা জয়ী
অবৈধদের ফেরত না পাঠানোর লিখিত আশ্বাস চায় বাংলাদেশ
কুমিল্লায় ইউপি নির্বাচনে দুই পক্ষের সংঘর্ষে গুলিবিদ্ধ ৫
লেবাননে হৃদরোগে আক্রান্ত হয়ে বাংলাদেশি নারীর মৃত্যু
Follow Us
সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ আবুল কাশেম হৃদয় (আবুল কাশেম হৃদয়)
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ১২২ অধ্যক্ষ আবদুর রউফ ভবন, কুমিল্লা টাউন হল গেইটের বিপরিতে, কান্দিরপাড়, কুমিল্লা ৩৫০০। বাংলাদেশ।
ফোন +৮৮ ০৮১ ৬৭১১৯, +৮৮০ ১৭১১ ১৫২ ৪৪৩, +৮৮ ০১৭১১ ৯৯৭৯৬৯, +৮৮ ০১৯৭৯ ১৫২৪৪৩, ই মেইল: [email protected]
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, কুমিল্লার কাগজ ২০০৪ - ২০২২ | Developed By: i2soft