ই-পেপার ভিডিও ছবি বিজ্ঞাপন কুমিল্লার ইতিহাস ও ঐতিহ্য যোগাযোগ কুমিল্লার কাগজ পরিবার
এলচেকে হারিয়ে শীর্ষস্থান পাকাপোক্ত রিয়ালের
Published : Friday, 21 October, 2022 at 12:00 AM
লা লিগায় উড়ছে রিয়াল মাদ্রিদ। এল ক্লাসিকোতে বার্সাকে ৩-১ ব্যবধানে হারানোর পর এবার এলচেকে হারিয়ে শীর্ষস্থান আরও পাকাপোক্ত করলো দলটি। এলচের মাঠে বুধবার রাতে লা লিগার ম্যাচে ৩-০ গোলে জিতেছে কার্লো আনচেলত্তির দল। ফেদে ভালভার্দের নৈপুণ্যে এগিয়ে যাওয়ার পর ব্যবধান দ্বিগুণ করেন বেনজেমা। শেষ দিকে তৃতীয় গোলটি করেন মার্কো আসেনসিও।
ম্যাচের ষষ্ঠ মিনিটেই প্রতিপক্ষের জালে বল পাঠান ব্যালন ডি'অর জয়ী বেনজেমা। তবে ভিএআরে অফসাইডের সিদ্ধান্তে সে যাত্রায় থেমে যায় তাদের উল্লাস। পাঁচ মিনিট পরেই এগিয়ে যায় রিয়াল। ভিনিসিয়াসের শটে বল প্রতিপক্ষের একজনের গায়ে লেগে চলে যায় বক্সের বাইরে ভালভার্দের কাছে। প্রথম ছোঁয়ায় নিয়ন্ত্রণে নিয়েই জোরাল শটে গোলটি করেন উরুগুয়ের এই মিডফিল্ডার।
৭৫ মিনিটে গোল করেন বেনজেমা। রদ্রিগোর পাসে নিখুঁত শটে গোলরক্ষককে পরাস্ত করেন ফরাসি তারকা। নির্ধারিত সময় শেষের আগের মিনিটে গোল করেন আসেনসিও। বাঁ দিক থেকে রদ্রিগোর উঁচু করে বাড়ানো বল বক্সে ফাঁকায় ভলিতে লক্ষ্যভেদ করেন স্প্যানিশ মিডফিল্ডার।
নিজেদের পরের ম্যাচে আগামী রোববার সেভিয়ার মুখোমুখি হবে গতবারের চ্যাম্পিয়নরা।