ই-পেপার ভিডিও ছবি বিজ্ঞাপন কুমিল্লার ইতিহাস ও ঐতিহ্য যোগাযোগ কুমিল্লার কাগজ পরিবার
নুনেজের গোল, আলিসনের বীরত্বে লিভারপুলের জয়
Published : Friday, 21 October, 2022 at 12:00 AM
ম্যানচেস্টার সিটিকে হারিয়ে উজ্জীবিত লিভারপুল ওয়েস্ট হ্যাম ইউনাইটেডের বাধা পার করলো ডারউইন নুনেজের গোল ও গোলকিপার আলিসনের বীরত্বে। বুধবার প্রিমিয়ার লিগে তারা জিতেছে ১-০ গোলে।
গত জুনে লিভারপুলে যোগ দেওয়ার পর এই প্রথম অ্যানফিল্ডে গোল করেন নুনেজ। প্রথম আধঘণ্টা অদম্য ছিলেন তিনি। বক্সের মধ্যে তার দারুণ ভলি হাত দিয়ে ঠেলে বাইরে পাঠান লুকাস ফ্যাবিয়ানস্কি। ২২ মিনিটে কোস্তাস সিমিকাসের ক্রসে হেড করে দলকে এগিয়ে দেন নুনেজ। ২৩ বছর বয়সী উরুগুয়ান ফরোয়ার্ড দ্বিতীয় গোলের খুব কাছে ছিলেন। কিন্তু বল পোস্টে আঘাত করে।
লিড হারাতে বসেছিল লিভারপুল। বিরতির কিছুক্ষণ আগে জো গোমেজ বক্সের মধ্যে ফেলে দেন ফরোয়ার্ড জ্যারড বোয়েনকে। পেনাল্টি পায় ওয়েস্ট হ্যাম, এই যাত্রায় দলকে রক্ষা করেন আলিসন। বোয়েনের ডান দিকে নেওয়া কোনাকুনি শট ঝাঁপিয়ে ঠেকান লিভারপুল গোলকিপার।
বিরতির পর আধিপত্য বিস্তার করে খেলে ওয়েস্ট হ্যাম। সাইদ বেনরাহমা ও টমাস সোসেকের দারুণ সুযোগ  প্রত্যাখ্যান করেন আলিসন।
ম্যাচ শেষের বাঁশি বাজলে ম্যাচের পার্থক্য গড়ে দেওয়া আলিসনকে জড়িয়ে ধরেন কোচ ইয়ুর্গেন ক্লপ। তিনি বলেন, ‘এটা ছিল অসাধারণ পেনাল্টি সেভ। খুব ভালো পেনাল্টি কিক নিয়েছিল তারা, একেবারে কোনায়। আমি জানি না আলি কীভাবে এটা ঠেকালো।’
এই জয়ে ১০ ম্যাচে ১৬ পয়েন্ট নিয়ে লিভারপুল সপ্তম স্থানে উঠে গেলো। এদিকে ফ্রেড ও ব্রুনো ফের্নান্দেসের গোলে ম্যানইউ ২-০ তে টটেনহ্যাম হটস্পারকে হারিয়েছে। ১৯ পয়েন্ট নিয়ে পাঁচে উঠে গেছে তারা। চারে থাকা চেলসির (২০) চেয়ে এক পয়েন্ট পেছনে ইউনাইটেড।